মেলবোর্ন টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইনিংস ও ১৮ রানে হেরেছে পাকিস্তান। ফলে এক ম্যাচ বাকি থাকতেই ২-০ তে সিরিজ হেরে যায় মিসবাহরা। সিরিজ হারের সঙ্গে ‘মরার ওপর খাড়ার ঘাঁ’ হয়ে দেখা দিলো জরিমানা।
ম্যাচে স্লো-ওভার রেটের কারণে সফরকারী দলকে জরিমানা করেছে আইসিসি। মেলবোর্ন টেস্টে নির্ধারিত সময়ের মধ্যে পাকিস্তান দুই ওভার কম বোলিং করে। ফলে ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে পাকিস্তানের দলপতি মিসবাহসহ বাকিদেরও জরিমানা করে।
আইসিসির নিয়ম অনুযায়ী, স্লো-ওভার রেটের দায়ে অভিযুক্ত হলে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফি’র ১০ শতাংশ কাটা যায়। আর দলপতিকে গুণতে হয় দ্বিগুণ জরিমানা।
ফলে পাকিস্তানের বিরুদ্ধে আনা অভিযোগটি ছিল দুই ওভারের। যার কারণে অধিনায়ক মিসবাহকে ম্যাচ ফি’র ৪০ শতাংশ এবং বাকিদের ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা গুণতে হচ্ছে।
বিবার্তা/প্লাবন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]