শিরোনাম
ফলো অনে নেমেও চেনা রূপে উইন্ডিজ
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০১৮, ১১:২৪
ফলো অনে নেমেও চেনা রূপে উইন্ডিজ
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

প্রথম ইনিংসে ১১১ রানে অলআউট হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের ঘূর্ণিতে প্রতিরোধ গড়তে পারেনি তারা। প্রতিরোধহীন ব্যাটিংয়ে ৩৯৭ রানে পিছিয়ে ফলো অন এড়াতে নেমে পুরনো ব্যর্থতার নজিরই চোখে পড়েছে ক্রেইগ ব্র্যাথওয়েটের দলের। দ্বিতীয় ইনিংসে ২ রানেই হারায় প্রথম উইকেট।


এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৪ উইকেটে ২৯। শাই হোপ ১৪ ও শিমরন হেটমায়ার ০ রান নিয়ে ব্যাট করছেন।


প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও প্রথম ওভারে উইকেট নিয়েছেন সাকিব আল হাসান। মিল আছে আরো, আগেরবার উইকেট পেয়েছিলেন ওভারের শেষ বলে। এবারো তাই। আগেরবার ব্যাটসম্যান ছিলেন ক্রেইগ ব্রাফেট। এবারো তিনিই। আগেরবার ব্রাফেট হয়েছিলেন বোল্ড, এবারই একই ধরনের আউট! ২ রানেই ওয়েস্ট ইন্ডিজ হারিয়েছে প্রথম উইকেট।


প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও মেহেদী হাসান মিরাজ নিয়েছেন কাইরন পাওয়েলের উইকেট। অফ স্পিনারের বলে মুশফিকুর রহিমের হাতে স্টাম্পড হয়ে ফিরেছেন পাওয়েল (৬)। তখন ১৪ রানেই ২ উইকেট নেই ওয়েস্ট ইন্ডিজের। উইকেটে শাই হোপের সঙ্গী সুনীল অ্যামব্রিস।


প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের দশ উইকেটই ভাগ করে নিয়েছিলেন মিরাজ ও সাকিব। তাইজুল ইসলাম বোলিংই পেয়েছিলেন মাত্র এক ওভার। দ্বিতীয় ইনিংসে প্রথমবার আক্রমণে এসে দ্বিতীয় বলেই উইকেট নিয়েছেন তাইজুল। বাঁহাতি স্পিনারের নিচু হওয়া বলে এলবিডব্লিউ হয়েছেন সুনীল অ্যামব্রিস। রিভিউ নিয়েও লাভ হয়নি। তখন ২৩ রানে ৩ উইকেট নেই ওয়েস্ট ইন্ডিজের। শাই হোপের সঙ্গী রোস্টন চেজ।


সাকিব আল হাসানের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে বিদায় নেন ক্যারিবীয় অধিনায়ক ব্র্যাথওয়েট। ফেরেন ১ রান করে। কিয়েরন পাওয়েলও বেরিয়ে এসে খেলার চেষ্টা করেছিলেন মিরাজের বলে। পরাস্ত হওয়ায় তার উইকেট ভেঙে দেন উইকেটকিপার মুশফিকুর রহিম। পাওয়েল এই ইনিংসেও ব্যর্থ হয়ে ফিরলেন ৬ রানে। দুই ওপেনারের বিদায়ে ফলো অনে পড়ে যাওয়া উইন্ডিজের অবস্থা হয়ে দাঁড়ায় আরো বিবর্ণ! এর মাঝেও বেশ কিছু সুযোগ মিস করে বাংলাদেশের ফিল্ডাররা।


এর আগে ক্যারিবীয়দের ১১১ রানে গুটিয়ে দিয়ে তাদের ফলো অনে ফেলে সাকিব আল হাসানের দল। মিরাজের ক্যারিয়ার সেরা ৭ উইকেট শিকারে ক্যারিবীয়দের তৃতীয় দিনের প্রথম ঘণ্টাতেই ফলো অনে ফেলেছে বাংলাদেশ।


বিবার্তা/জহির


>>তৃতীয় দিনের শুরুতেই মিরাজের জোড়া আঘাত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com