শিরোনাম
সিরিজ-সেরায় সর্বকালের সেরা তালিকার চারে সাকিব
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০১৮, ১০:২৮
সিরিজ-সেরায় সর্বকালের সেরা তালিকার চারে সাকিব
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

আন্তর্জাতিক ক্রিকেটে সিরিজ সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়ার পরিসংখ্যানে শ্রীলংকান কিংবদন্তী সনৎ জয়সুরিয়াকে ছুঁয়ে ফেললেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। সিরিজ-সেরায় সর্বকালের সেরা তালিকার চারে উঠে এলেন তিনি।


মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শনিবার সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ হওয়া তিন ম্যাচ টি-২০ সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব। এর আগে একই দলের বিপক্ষে দুই টেস্ট ম্যাচ সিরিজেও সেরা খেলোয়াড় নির্বাচিত হন তিনি।


এর মাধ্যমেই আন্তর্জাতিক ক্রিকেটে ১৩টি সিরিজ সেরা নির্বাচিত হওয়া শ্রীলংকার সাবেক অধিনায়ক জয়সুরিয়ার রেকর্ড স্পর্শ করলেন সাকিব। সব মলিয়ে ক্যারিয়ারে এ পর্যন্ত ১৩টি সিরিজে সেরা নির্বাচিত হওয়া সাকিব ও জয়সুরিয়া আছেন যৌথভাবে তালিকার শীর্ষে।


ক্যারিয়ারে মোট ৫৮৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ১৩টি সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হন জয়সুরিয়া। পক্ষান্তরে সাকিব এ কৃতিত্ব দেখিয়েছে মাত্র ৩২২ (৫৫ টেস্ট, ১৯৫ ওয়ানডে এবং ৭২ টি-২০) ম্যাচ খেলে।


সিরিজ সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়ার তালিকায় সবার উপরে আছেন ভারতের শচিন টেন্ডুলকার। দীর্ঘ ক্যারিয়ারে তিনি ২০বার সিরিজ সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।


যৌথভাবে এ তালিকার দ্বিতীয় স্থানে আছেন যথাক্রমে ভারতের বিরাট কোহলি ও দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস।


আন্তর্জাতিক ক্রিকেটে সিরিজ সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া শীর্ষ পাঁচ খেলোয়াড় :


১. শচিন টেন্ডুলকার-২০ ( টেস্টে ৫ বার, ওয়ানডেতে ১৫ বার)
২. বিরাট কোহলি-১৫ (টেস্টে ৩ বার, ওয়ানডেতে ৭ বার, টি-২০তে ৫ বার)
৩. জ্যাক ক্যালিস-১৫ (টেস্টে ৯ বার, ওয়ানডেতে ৬ বার)
৪. সনৎ জয়সুরিয়া-১৩ (টেস্টে ২ বার, ওয়ানডেতে ১১ বার)
৫. সাকিব আল হাসান-১৩ ( টেস্টে ৫ বার, ওয়ানডেতে ৫ বার, টি-২০তে ৩ বার)


এদিকে টি-২০ র‍্যাঙ্কিংয়ে ভালো এগিয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। বিশ্বের সেরা চার অলরাউন্ডারের দুজনই এখন বাংলাদেশি।


ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটে ৬৬ রানের সাথে ৫ উইকেট পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ফলে ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে ৩১ নম্বরে উঠে এসেছেন আর বোলার হিসেবে ১৭ ধাপ এগিয়ে চলে এসেছেন ৫১-তে। আর দুই দিকেই এগিয়ে যাওয়ায় অলরাউন্ডারদের মধ্যে চারে উঠে এসেছেন মাহমুদউল্লাহ। পাঁচে থাকা ডুমিনির চেয়ে ২৪ রেটিং পয়েন্ট এগিয়ে আছেন তিনি (২৪০)।


সাকিবও অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে উঠে এসেছেন দুইয়ে। টেস্টের শীর্ষ অলরাউন্ডার ওয়ানডেতেও আছেন ২ নম্বরে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম দুই ম্যাচে ১০৩ রান করা সাকিব বল হাতে তিন ম্যাচে পেয়েছেন ৮ উইকেট। ব্যাটসম্যানদের মধ্যে ৩৭তম সাকিব এখন বোলারদের র‍্যাঙ্কিংয়ে আছেন সাতে। ফলে ৩৩৮ রেটিং নিয়ে সাকিব টপকে গেছেন মোহাম্মদ নবীকে (৩১৩)। সবার ওপরে আছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল। সাকিবের চেয়ে ২৪ পয়েন্ট এগিয়ে আছেন এই অলরাউন্ডার।


বাংলাদেশের মধ্যে অবশ্য সবচেয়ে বেশি এগিয়েছেন লিটন দাস। সিরিজে ১০৯ রান করে ২৬ ধাপ এগিয়ে ৪৭ তম অবস্থানে এসেছেন এই ওপেনার।


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com