শিরোনাম
গোপালগঞ্জের তিন আসনে আ.লীগের জয় জয়কার
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০১৮, ২০:৫৫
গোপালগঞ্জের তিন আসনে আ.লীগের জয় জয়কার
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে গোপালগঞ্জের ৩টি আসনে যারা বিজয়ী হয়েছেন তারা হলেন, গোপালগঞ্জ-৩ আসনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি পেয়েছেন ২ লাখ ২৯ হাজার ৫৩৯ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী এসএম জিলানী পেয়েছেন মাত্র ১২৩ ভোট।


গোপালগঞ্জ-২ আসনে নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। তিনি পেয়েছেন ২ লাখ ৮১ হাজার ৯০৯ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা তসলিম সরদার ৬০৮ ভোট পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছেন।


গোপালগঞ্জ-১ আসনে নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মুহাম্মদ ফারুক খান ৩ লাখ ৩ হাজার ১৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের অ্যাডভোকেট মাওলানা মিজানুর রহমান পেয়েছেন ৭০২ ভোট।


গোপালগঞ্জের জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার রবিবার রাত সাড়ে ৮টার দিকে নির্বাচনে বিজয়ীদেরকে বে-সরকারী ভাবে নির্বাচিত ঘোষণা করেন।


বিবার্তা/শিমুল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com