শিরোনাম
ভোট কেন্দ্রে খাবার সরবরাহ করায় দুই দোকানে আগুন
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০১৮, ১৮:৩৩
ভোট কেন্দ্রে খাবার সরবরাহ করায় দুই দোকানে আগুন
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে ভোট কেন্দ্রে খাবার সরবরাহ করার কারণে দু’টি দোকানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।


সোমবার ভোর রাতে সদর উপজেলার চরশাহী ইউনিয়নের বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।


ক্ষতিগ্রস্ত দোকান দু’টির নাম ফারুক ষ্টোর ও রিয়াদ ষ্টোর। এতে আগুনে পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি দোকানের মালিকদের।


এ ঘটনায় সোমবার দুপুরে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দেখতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আওয়ামী লীগের বিজয়ী প্রার্থী একেএম শাহজাহান কামাল ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সান্তনা দিয়েছেন। এসময় চন্দ্রগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।


ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ফারুক ও জহির জানায়, ৩০ ডিসেম্বর ভোট কেন্দ্রে খাবার সরবরাহ করা হয়। রাতে তারা দোকান বন্ধ করে বাড়ি চলে যান। এ সুযোগে ভোর রাতে কে বা কাহারা এসে দোকানে আগুন লাগিয়ে দেয়। আগুনে পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় পর ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।


লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস কর্মীরা জানায়, দোকানে অগ্নিসংযোগের খবর শুনে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।


বিবার্তা/সুমন/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com