একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরে পাঁচটি আসনে বেসরকারিভাবে আওয়ামী লীগ প্রার্থী (নৌকা) বিজয়ী হয়েছে।
রবিবার রাত সাড়ে ১২টার দিকে গাজীপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর এ ফলাফল ঘোষণা করেন।
গাজীপুর-১ আসনে ২৩৬টি কেন্দ্রে মোট ভোটার ৬ লাখ ৬৪ হাজার ৫১৯ জন। এ আসনে বিজয়ী আওয়ামী লীগের (নৌকা) প্রার্থী অ্যাডভোকেট আ.ক.ম মোজাম্মেল হক পেয়েছেন ৪ লাখ ১ হাজার ৫১৮ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি (ধানের শীষ) প্রার্থী অ্যাডভোকেট চৌধুরী তানবীর আহমেদ সিদ্দিকী পেয়েছেন ৯৪ হাজার ৭২৩ ভোট।
গাজীপুর-২ আসনে ২৭০টি কেন্দ্রে মোট ভোটার ৭ লাখ ৪৫ হাজার ৩৪ জন। এ আসনে বিজয়ী আওয়ামী লীগের (নৌকা) প্রার্থী মো. জাহিদ আহসান রাসেল পেয়েছেন ৪ লাখ ১২ হাজার ১৪০ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি (ধানের শীষ) প্রার্থী মো. সালাহ উদ্দিন সরকার পেয়েছেন ১ লাখ ১ হাজার ৪০ ভোট।
গাজীপুর-৩ আসনে ১৬৯টি কেন্দ্রে মোট ভোটার ৪ লাখ ৩৬ হাজার ৬৬৭ জন। এ আসনে বিজয়ী আওয়ামী লীগের (নৌকা) প্রার্থী মুহাম্মদ ইকবাল হোসেন পেয়েছেন ৩ লাখ ৪৩ হাজার ৩২০ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি (ধানের শীষ) প্রার্থী ইকবাল সিদ্দিকী পেয়েছেন ৩৭ হাজার ৭৮৬ ভোট।
গাজীপুর-৪ আসনে ১১৯টি কেন্দ্রে মোট ভোটার ২ লাখ ৬৭ হাজার ৩৯৪ জন। এ আসনে বিজয়ী আওয়ামী লীগের (নৌকা) প্রার্থী সিমিন হোসেন রিমি পেয়েছেন ২ লাখ ৩ হাজার ২৫৮ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি (ধানের শীষ) প্রার্থী শাহ রিয়াজুল হান্নান পেয়েছেন ১৮ হাজার ৫৮২ ভোট।
গাজীপুর-৫ আসনে ১২৮টি কেন্দ্রে মোট ভোটার ৩ লাখ ২ হাজার ৫৫ জন। এ আসনে বিজয়ী আওয়ামী লীগের (নৌকা) প্রার্থী মেহের আফরোজ চুমকি পেয়েছেন ২ লাখ ৭ হাজার ৬৯৯ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি (ধানের শীষ) প্রার্থী কারাবন্দী একেএম ফজলুল হক মিলন পেয়েছেন ২৭ হাজার ৯৭৬ ভোট।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবারই প্রথম গাজীপুর-৩ আসনের প্রার্থী মোহাম্মদ ইকবাল হোসেন (সবুজ) সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এছাড়া অন্যরা ১০ম জাতীয় সংসদ নির্বাচনের সাংসদ সদস্য হিসেবে ছিলেন। গাজীপুর-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আ.ক.ম মোজাম্মেল হক মুক্তি যুদ্ধ বিষয় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং ধর্ম মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিবার্তা/তুহিন/জহির
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]