
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টস জিতেছে বাংলাদেশ। শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে টাইগাররা।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শেষ ম্যাচটি সিরিজ নির্ধারণী দুই দলের জন্য। প্রথম ম্যাচ ওয়েস্ট ইন্ডিজ জিতলেও দ্বিতীয় ম্যাচ জিতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ।
আগের ম্যাচে বাংলাদেশ টসে হেরে ব্যাটিং করেছিলো শুরুতে। কিন্তু দ্বিতীয় ইনিংসে শিশির প্রভাব বিস্তার করতে পারে এমন ভাবনায় শনিবার টসে জিতে শুরুতে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ।
তবে, বাংলাদেশ একাদশে কোনো পরিবর্তন আনা হয়নি। তবে ওয়েস্ট ইন্ডিজ পরিবর্তন এনেছে। আজকের ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি অভিষেক হচ্ছে শেরফান রাদারফোর্ডের।
পরিবর্তন এসেছে ওয়েস্ট ইন্ডিজ দলে। ড্যারেন ব্রাভোর জায়গায় ঢুকেছেন শেরফান রাদারফোর্ড। এরফলে টি-টোয়েন্টি অভিষেক হচ্ছে রাদারফোর্ডের।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, আবু হায়দার রনি, মোস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: এভিন লুইস, শাই হোপ (উইকেটরক্ষক), নিকোলাস পুরান, শেরফানে রাদারফোর্ড, কার্লোস ব্র্যাথওয়েট (অধিনায়ক), রভম্যান পাওয়েল, ফ্যাব্য়িান অ্যালেন, শিমরন হেটমায়ার, কিমো পল, শেলডন কটরেল, ওশানে থমাস।
বিবার্তা/হাসান/কামরুল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]