
থার্টি ফার্স্ট নাইট ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। ক্যাম্পাসের প্রবেশমুখগুলোতে বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট, টিএসসি এলাকায় মোতায়েন রয়েছে ৩০-৩৫ জন পুলিশ।
ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় শাখা ছাত্রলীগের উদ্যোগে গত ২৬ ডিসেম্বর থেকে চলা ‘প্রগতির মঞ্চে বিজয়ের স্বরলিপি’ শীর্ষক আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোক উৎসবের আজ শেষ দিন। সম্মিলিত শিক্ষার্থী সংসদ-এর ব্যানারে চলে আসা এই উৎসবের মঞ্চ থেকেই রাত ১২টায় ইংরেজি নববর্ষকে স্বাগত জানাবে ছাত্রলীগ।
সরেজমিনে দেখা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রবেশমুখগুলোতে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বা সংশ্লিষ্ট ব্যক্তিরা বৈধ পরিচয়পত্র দেখানো সাপেক্ষে ক্যাম্পাস এলাকায় ঢুকতে পারছেন। আজকের জন্য বহিরাগতদের এই এলাকায় প্রবেশ নিয়ন্ত্রণ করা হচ্ছে। ফলে ক্যাম্পাস এলাকায় জনসমাগম অন্য দিনের চেয়ে তুলনামূলক কম৷
বিবার্তা/রোকন/কাফী
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]