একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে সরব রয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
শনিবার রাত ও রবিবার ভোরে সরেজমিনে দেখা যায়, ক্যাম্পাসের প্রবেশ পথগুলোতে ছাত্রলীগের বিভিন্ন হলের নেতাকর্মীরা অবস্থান করছেন। গত রাতেও ক্যাম্পাসে মিছিল-স্লোগানে সরব ছিলেন তারা।
বিশ্ববিদ্যালয়ের নীলক্ষেত এলাকা, পলাশীর মোড়, চানখারপুল, দোয়েল চত্বর, শাহবাগ, টিএসসি, বকশি বাজার এলাকায় হল শাখার নেতাকর্মীরা পালাক্রমে অবস্থান করছেন। সরগরম রয়েছে ছাত্র রাজনীতির আঁতুড়ঘর মধুর ক্যান্টিন। রয়েছে ক্যাম্পাসজুড়ে ছাত্রলীগের নেতাকর্মীদের বাইক শোডাউনও।
ছাত্রলীগ সূত্রে জানা যায়, ছাত্রদল ও বহিরাগত প্রবেশের আশঙ্কায় কেন্দ্রীয় নেতাদের নির্দেশে ক্যাম্পাসের প্রবেশ পথগুলোতে দিন-রাত অবস্থান করছেন দলের নেতাকর্মীরা।
ছাত্রলীগের অবস্থান সম্পর্কে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস সাংবাদিকদের বলেন, আমরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিশ্বাস করি। কিন্তু স্বাধীনতাবিরোধী কোনো জঙ্গি সংগঠনকে ক্যাম্পাসে কার্যক্রম পরিচালনা করতে দেবো না। ছাত্রলীগের নেতাকর্মীরা আজ ভোটের দিন ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে ভূমিকা রাখবে।
অন্যদিকে নির্বাচন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতি নেই বললেই চলে। অধিকাংশই গ্রামের বাড়িতে চলে গেছেন। এ সুযোগে বহিরাগত প্রবেশের আশঙ্কায় হল প্রশাসন নজরদারি বাড়িয়েছে। সন্দেহজনক কাউকে দেখা গেলেই প্রশাসন ও ছাত্রলীগের নেতাকর্মীরা জিজ্ঞাসাবাদ করছেন।
বাড়তি নজরদারির বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রাব্বানী বলেন, প্রশাসন নির্বাচন উপলক্ষে সর্তক রয়েছে। বিশ্ববিদ্যালয় এলাকায় কেন্দ্রগুলোতে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে আমরা আশা করছি।
প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার বেশিরভাগ অংশ নির্বাচনী আসন ঢাকা-৮ এর মধ্যে অন্তর্ভুক্ত। এ আসনে মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও মূল লড়াই হবে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করা ওয়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও বিএনপির প্রার্থী ধানের শীষ প্রতীকের মির্জা আব্বাসের মধ্যে। মেননের পক্ষে ছাত্রলীগের নেতাকর্মীরা ব্যাপক গণসংযোগ, মতবিনিময় করলেও মির্জা আব্বাসের পক্ষে কোনো ধরনের প্রচারণা ঢাবি এলাকায় পরিলক্ষিত হয়নি।
ঢাকা-৮ আসনে মোট ভোটারের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় রয়েছে ১৯ হাজার ১৯৪ জন ভোটার। এর মধ্যে সাত হাজার ৮৯৭ জন নারী ও ১১ হাজার ২৯৭ জন পুরুষ ভোটার। ২০ ও ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় ১২টি ভোটকেন্দ্রে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করবেন।
কেন্দ্রগুলো হলো- ঢাকা ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে তিনটি, উদয়ন স্কুল, সায়েন্স এনেক্স বিল্ডিং, কার্জন হলে তিনটি, জাতীয় গ্রন্থাগারে দু’টি ও বাংলামোটরে খোদেজা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দু’টি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে আটটি কেন্দ্রের ৩৯টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বিবার্তা/রাসেল/জহির
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]