
চলছে এ বছরের বিজয় দিবস ক্যারম টুর্নামেন্ট। প্রায় ৪০ জন খেলোয়াড় অংশ নিয়েছেন এতে। নকআউট ভিত্তিতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।
ক্যারম ফেডারেশনের সাধারণ সম্পাদক আশরাফ আহমেদ লিয়ন জানান, আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত ফেডারেশনে ক্যাম্প চলবে। এর মাঝে বিজয় দিবস টুর্নামেন্টে ক্যাম্পের মাধ্যমে কী সাফল্য আসে তাও দেখে নেওয়া যাবে। সেইভাবে ফেডারেশনের আগামী কার্যক্রম বাস্তবায়নে ব্যবস্থা নেওয়া যাবে।
গত ১৮ ডিসেম্বর বাংলাদেশ ক্যারম ফেডারেশনের হল রুমে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা কাজী মান্নান। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দেশ টিভির জৈষ্ঠ বার্তা সম্পাদক মাহমুদুল হাসান শামিম, কৃষি উন্নয়ন ব্যাংকের সাবেক ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক জগলুল করিম, কবি শরাফত হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ক্যারম ফেডারেশনের সাধারণ সম্পাদক আশরাফ আহমেদ লিয়ন।
বিশ্ব র্যাংকিংয়ে বাংলাদেশ ক্যারম এখন তৃতীয়। আগামীতে বাংলাদেশ প্রথম হবে এই লক্ষ্য নিয়ে খেলোয়াড়দের নিয়মিত চর্চা করার আহবান জানান বক্তারা।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিটিভির উপস্থাপক ড. সিরাজি, এম এ রাশেদ, ক্যারম ফেডারেশনের কোষাধ্যক্ষ হাসনাইন ইমতিয়াজ শিহাব, খেলোয়াড় ও ফেডারেশনের কর্মকর্তারা।
এ বছরের আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে আছে বাংলা ট্রিবিউন, দেশ টিভি ও ডেইলি বাংলাদেশ।
বিবার্তা/হাসান/কামরুল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]