শিরোনাম
কেক কেটে জন্মদিন পালন করেন না মাশরাফি
প্রকাশ : ০৫ অক্টোবর ২০১৬, ১১:৫১
কেক কেটে জন্মদিন পালন করেন না মাশরাফি
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

আজ ৫ অক্টোবর নড়াইল এক্সপ্রেস খ্যাত বাংলাদেশ ক্রিকেট দলের সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার ৩৩তম জন্মদিন। ১৯৮৩ সালের এই দিনে যশোর জেলার নড়াইলে জন্মগ্রহণ করেছিলেন তিনি।


মাশরাফির জন্মের ঠিক ৩১ বছর পর ২০১৪ সালের একই দিন (৫ অক্টোবর) ঘর আলো করে জন্ম নেন তার দ্বিতীয় সন্তান সাহেল। আজ বাপ-বেটার জন্মদিন। বিবার্তা পরিবারের পক্ষ থেকে উভয়ের জন্য রইল অনেক অনেক শুভকামনা।


তবে জন্মদিনে আনন্দ-উল্লাস, কেক কাটা, বন্ধু-বান্ধব নিয়ে হইচই, কখনো বা আতশবাজি করে নিজের এবং ছেলের জন্মদিন পালন করেন না মাশরাফি! বাংলাদেশ দলের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক জানালেন, মায়ের ভাবনাকে সম্মান করেই জন্মদিন পালন করেন না তিনি।


টাইগার দলপতির প্রথম জন্মদিনটা তার মা পালন করেছিলেন ধুমধাম করে। পরে আর সেভাবে পালন করা হয় না। মাশরাফি বলেন, আমি নানা বাড়িতে বড় হয়েছি। আমার প্রথম জন্মদিনটা ধুমধাম করেই আমার মা পালন করেছিলেন। অনুষ্ঠান শেষে নানা ডেকে মাকে বললেন, ‘ধরো তোমার ছেলে যদি ৭০ বছর বাঁচে, তাহলে ওর বয়স কমছে না বাড়ছে?। মা মাথা নীচু করে বললেন, কমছে। নানা তখন বললেন, ‘তাহলে এভাবে উৎসব না করে গরীব-দু:খীদের খাওয়াতে পারো, নফল নামাজ পড়তে পারো।’


তারপর থেকেই মাশরাফির পরিবারে কেউ এভাবে (কেক কেটে) জন্মদিন পালন করেন না। মাশরাফি বলেন, ‘আম্মা হয়তো নানার কথাটি আঁকড়ে আছেন। আমার বোধ হওয়ার পর দেখিনি আমার পরিবারে কারো জন্মদিন উৎসব করে পালন করা হয়েছে। উইশ করা বা এ ধরনের কিছু তো হয়ই। তবে পালন করা হয় না। আমিও ছেলেমেয়েদের জন্মদিনে কেক কাটি না বা পালন করি না। হয়তো ঘুরতে যাই ওদের নিয়ে বা একসঙ্গে সময় কাটাই। তার মানে এই নয় যে যারা পালন করে, তারা ঠিক করে না। সবার নিজস্ব ব্যাপার। আমার মায়ের ভাবনাকে সম্মান করে আমাদের পরিবারে জন্মদিন পালন করি না।’


বিবার্তা/প্লাবন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com