শিরোনাম
বড় লিডের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, সংগ্রহ ১২০/৪
প্রকাশ : ১৪ নভেম্বর ২০১৮, ১২:৫১
বড় লিডের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, সংগ্রহ ১২০/৪
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

জিম্বাবুয়েকে ফলোঅন না করিয়ে চতুর্থ দিনে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে মাত্র ২৫ রানে ৪ উইকেট হারায় স্বাগতিকরা। তবে সে বিপদ কাটিয়ে উঠেছে দল। মাহমুদউল্লাহ আর মোহাম্মদ মিথুন পাল্টা আক্রমণ চালাচ্ছেন। দুজনের মধ্যে গড়ে উঠেছে ৮৭ রানের জুটি।


এই প্রতিবেদন লেখার সময় বাংলাদেশ ৪ উইকেটে ১২০রান তুলে এগিয়ে আছে ৩৩৮রানে। মাহমুদউল্লাহ ৪৪আর মিথুন ৫৪রানে অপরাজিত আছেন।


প্রথম ইনিংসে করা ৫২২ রানের জবাবে জিম্বাবুয়ে তাদের প্রথম ইনিংসে ৩০৪ রান পর্যন্ত তুলতে পারে।


বাংলাদেশ সকালে ব্যাট করতে নেমে দ্রুত রান তুলতে গিয়ে দ্রুত চার উইকেট হারায়। আগের ইনিংসের ২১৮ রানের সঙ্গে ৯ রান যোগ করতেই ক্যাচ দিয়ে বিদায় নেন ইমরুল কায়েস। কাইল জার্বিসের বলে ব্যক্তিগত ৩ রানের সময় ক্যাচ দেন ব্রেন্ডন মাবুতার হাতে। এরপর আরেক ওপেনার লিটন দাস নিজের ৬ রানের মাথায় সেই জার্বিসের বলে ক্লিন বোল্ড হয়ে ফেরেন সাজঘরে।


প্রথম ইনিংসে শতক হাঁকানো মুমিনুল হকও এদিন থিতু হতে পারেননি উইকেটে। ব্যক্তিগত ১ রানের মাথায় তিরিপানোর বলে উইকেট কিপারের কাছে ক্যাচ দেন।


একই দশা মুশফিকুর রহিমেরও। প্রথম ইনিংসে দ্বিশতক হাঁকানো মুশফিকও এদিন ৭ রানে ফেরেন সাজঘরে। মধ্যাহ্ন বিরতির আগেই দলীয় ২৫ রানে নেই ৪ উইকেট।


টাইগারদের এমন ব্যাটিং বিপর্যয়ে হাল ধরেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ আর মোহাম্মদ মিঠুন।


বিবার্তা/জাকিয়া


>>ব্যাটিংয়ে নেমে ৩ উইকেট হারাল বাংলাদেশ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com