শিরোনাম
সউদি আরবের প্রথম নারী ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০১৬, ১৮:৫৯
সউদি আরবের প্রথম নারী ক্রীড়া প্রতিবেদক
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

সউদি আরবের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল। বলা যায়, দেশটি ফুটবলজ্বরে আক্রান্ত। ফলে দেশটির রেডিও-টিভি-সংবাদপত্রে খেলার খবর থাকছেই। একারণে আছে ক্রীড়া সাংবাদিকের একটি দলও। তবে পুরুষশাসিত সউদি সমাজের মতোই এখানেও পুরুষদের রাজত্ব। এই অঙ্গণে এতোদিন ছিল না একজন নারীও।


সেই অচলায়তন ভেঙ্গে এবার এগিয়ে এসেছেন এক সাহসিনী। নাম তার হানা জামাল আলোনি। তিনিই সউদি মিডিয়ার প্রথম নারী ক্রীড়া প্রতিবেদক।


হানা প্রথম কাজ শুরু করেন 'আল মদিনা' পত্রিকায় রিপোর্টার হিসেবে। পরে যোগ দেন 'ওকাজ ডেইলি'র প্রশাসন বিভাগে। এ সময় হানার সঙ্গে যোগাযোগ করে আল-রিয়াদ ডেইলি এবং তার ক্যারিয়ার ও স্বপ্ন জানতে চায়। এর কিছুদিনের মধ্যেই গ্রুপটি মক্কা ডেইলি প্রকাশ করলে হানা তাতে যোগ দেন। সেখানে তিনি নানা পদে কাজ করে নিজ যোগ্যতার প্রমাণ দেন।


এক পর্যায়ে তিনি আলিফ আলিফ রেডিওতে যোগ দেন। সেখানে তিনি একটি স্পোর্টস শো উপস্থাপন করতেন। সাত মাস পর রেডিও ছেড়ে এমবিসি পিআরওতে কন্টেন্ট ম্যানেজার হিসেবে যোগ দেন।


হানার জন্ম ১৯৮১ সালের জুলাই মাসে। তার বাবা ক্রীড়াপাগল একজন মানুষ। সেই সূত্রে খেলাধুলার প্রতি তারও তীব্র আকর্ষণ। হানা বলেন, ভার্সিটিতে পড়েছি বায়োলজি নিয়ে। কিন্তু আমাকে টানতো খেলাধুলা। খেলাধুলা নিয়ে নিয়মিত ব্লগে লিখতামও আমি। এসব দেখে বাবার এক বন্ধু আমাকে সবসময় বলতেন, তুমি কোনো কাগজে রিপোর্টার হিসেবে যোগ দাও। আমি তা-ই করলাম। এই তো, এভাবেই শুরু।


তবে যোগ দিলেও পুরুষশাসিত সমাজে একজন তরুণীর জন্য কাজটি সহজ ছিল না। এমবিসি পিআরও চ্যানেলে তাকে স্পোর্টস কন্টেন্ট ম্যানেজার হিসেবে কঠোর পরিশ্রম করতে হয়েছে। এসময় তার মনে হয়, নিজেকে যোগ্য প্রমাণ করতেই হবে।


হানা বলেন, সাফল্যের জন্য আমি এতোটাই উদ্গ্রীব ছিলাম যে, বিয়ের পর আমি আমার স্বামীকে বলেছিলাম আমাদের হানিমুন পিছিয়ে দিতে। কারণ, আমার হাতে অনেক কাজ। মানুষটি খুব সহযোগিতাপরায়ণ, তিনি আমার কথা রেখেছিলেন। আমি আজ যতটুকু এসেছি, জানি না তাঁকে ছাড়া এতোটা পারতাম কি না। তাঁর প্রতি আমি সবসময় কৃতজ্ঞ। কেননা তিনি আমাকে সেই প্রথম থেকেই বিশ্বাস করেছেন।


হানা বলেন, একজন নারী হিসেবে আমার চাওয়ার ঠিকানা আকাশ পর্যন্ত। আমি লক্ষ্য স্থির করি এবং সেই লক্ষ্য অর্জনে অবিরাম কাজ করি। কাজটি কত কঠিন সেটা কোনো ব্যাপার না। আমি সব বাধা অতিক্রম করে সামনে এগিয়ে যাই। আমি জানি, সাফল্যের পথ কখনোই মসৃণ নয়।


হানার সবচাইতে খারাপ লাগে কখনো কাজের চাপে সন্তানদের প্রতি অবহেলা হয়ে গেলে। অবশ্য তার সবসময় চেষ্টা থাকে পারিবারিক অনুষ্ঠানগুলোতে হাজির থাকার এবং সন্তানদের বেশি সময় দেয়ার। তিনি বলেন, আমার পরিবারই আমার পৃথিবী। সূত্র : সউদি গেজেট


বিবার্তা/হুমায়ুন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com