শিরোনাম
মিরপুর টেস্টে ইংল্যান্ডের চার স্পিনার
প্রকাশ : ২৬ অক্টোবর ২০১৬, ১৪:৫২
মিরপুর টেস্টে ইংল্যান্ডের চার স্পিনার
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ২০ উইকেট নেয়ার কীর্তি গড়ে বাংলাদেশ। এই ২০ উইকেটের মধ্যে ১৯টিই নিয়েছে টাইগার স্পিনাররা। এতেই বুঝা যায় বাংলাদেশের স্পিনারদের খেলতে কত সমস্যায় পড়তে হয়েছিল ইংল্যান্ডের ব্যাটসম্যানদের।


চট্টগ্রাম টেস্টে মতো ঢাকা টেস্টেও স্পিনারদের দাপট দেখা যাবে সেটি বলা অপেক্ষা রাখে না। তাই স্পিন অ্যাটাককে শক্তিশালী করতে ঢাকা টেস্টে ইংল্যান্ড চার স্পিনার খেলানোর পরাশর্ম দিয়েছেন মাইকেল আথারটন। ইংল্যান্ডের সাবেক তারকা এই ক্রিকেটার প্রস্তাব রেখেছেন স্পিনার জাফর আনসারির নাম।


চট্টগ্রাম টেস্টে ইংল্যান্ডের পক্ষে স্পিন অ্যাটাকে ছিলেন মঈন আলী, আদিল রশিদ ও গ্যারেথ ব্যাটি। বল হাতে তারা ভালো করেছেন। ভারত সিরিজের আগে আনসারিকে পরখ করে নেয়াটা শ্রেয় হবে বলে মনে করেন আথারটন। তিনি বিশ্বাস করেন, দ্বিতীয় টেস্টে ইংল্যান্ড চতুর্থ স্পিনার খেলাবে। কেননা ঢাকার উইকেটও চট্টগ্রামের মতো শুষ্ক হতে পারে।


বিবার্তা/প্লাবন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com