শিরোনাম
ব্যালন ডি’অর দৌড়ে মেসি-রোনালদো-নেইমার
প্রকাশ : ২৫ অক্টোবর ২০১৬, ১১:২১
ব্যালন ডি’অর দৌড়ে মেসি-রোনালদো-নেইমার
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

বিশ্বসেরা ফুটবলারের পুরস্কার ব্যালন ডি’অর-২০১৬’র সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ফরাসি ফুটবল ম্যাগাজিন। সংক্ষিপ্ত এই তালিকায় আছেন আর্জেন্টাইন ও বার্সেলোনার ফুটবল জাদুকর লিওনেল মেসি, একই ক্লাবের ব্রাজিল তারকা নেইমার ও রিয়াল মাদ্রিদের পর্তুগীজ সুপারস্টার ক্রিস্চিয়ানো রোনালদো।

 

সোমবার ফ্রান্স ফুটবল ম্যাগাজিন পাঁচ জন করে মোট ছয় ধাপে ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে। সংক্ষিপ্ত এই তালিকায় আরো আছেন রিয়াল মাদ্রিদের গ্যারেথ বেল, অ্যাটলেটিকো মাদ্রিদের অ্যান্টোনিও গ্রিজমান, ম্যানচেস্টার ইউনাইটেডের পল পগবা ও জালাতন ইব্রাহিমোভিচ, ম্যানচেস্টার সিটির সার্জিও অ্যাগুয়েরোর মতো তারকারাও।

 

এবারের ব্যালন ডি’অর পুরস্কারটি জেতার লড়াইয়ে পাঁচবারের বর্ষসেরা মেসির সম্ভাবনা আছে যথেষ্ট। বার্সেলোনার কোপা দেল রে ও লা লিগা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি। এছাড়া এই তারকার নৈপুণ্যে গত জুনে কোপা আমেরিকার ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা।

 

অন্যদিকে মৌসুমজুড়ে অসাধারণ সাফল্যের কারণে এই লড়াইয়ে বেশ এগিয়ে আছেন তিনবারের বর্ষসেরা ফুটবলার রোনালদো। ক্লাবের হয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিলেন তিনি। এরপর গত জুলাইয়ে দেশকে প্রথমবারের মতো ইউরো চ্যাম্পিয়নশিপ জয়ে নেতৃত্ব দেন পর্তুগাল সুপারস্টার।

 

গত বছরের বর্ষসেরার লড়াইয়ে তৃতীয় হওয়া ব্রাজিলিয়ান তারকা নেইমার খেলেননি কোপা আমেরিকায়। তবে দেশকে প্রথমবারের মতো অলিম্পিক ফুটবলে সোনা জয়ে সামনে থেকে নেতৃত্ব দেন তিনি। আর ক্লাব ফুটবলে ছিলেন বরাবরের মতোই ছন্দে। মেসির পাশাপাশি বার্সেলোনার দুই শিরোপা জয়ে তার ভূমিকাও অনেক।

 

২০১৬ ব্যালন ডি’অরের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা

ক্রিস্চিয়ানো রোনালদো (রিয়াল মাদ্রিদ), লিওনেল মেসি (বার্সেলোনা), নেইমার (বার্সেলোনা), লুইস সুয়ারেস (বার্সেলোনা), গ্যারেথ বেল (রিয়াল মাদ্রিদ), অঁতোয়ান গ্রিজমান (আথলেটিকো মাদ্রিদ), পল পগবা (ম্যানচেস্টার ইউনাইটেড), সার্জিও আগুয়েরো (ম্যানচেস্টার সিটি), পিয়েরে-এমেরিক আউবামেয়াং (বরুসিয়া ডর্টমুন্ড), জানলুইজি বুফ্ফন (জুভেন্টাস), কেভিন ডি ব্রুইন (ম্যানচেস্টার সিটি), পাওলো দিবালা (জুভেন্টাস), দিয়েগো গদিন (আথলেটিকো মাদ্রিদ), গনসালো হিগুয়াইন (জুভেন্টাস), জ্লাতান ইব্রাহিমোভিচ (ম্যানচেস্টার ইউনাইটেড), আন্দ্রেস ইনিয়েস্তা (বার্সেলোনা), কোকে (আথলেটিকো মাদ্রিদ), টনি ক্রুস (রিয়াল মাদ্রিদ), রবের্ত লেভানদোভস্কি (বায়ার্ন মিউনিখ), হুগো লরিস (টটেনহ্যাম হটস্পার), রিয়াদ মাহরেজ (লেস্টার সিটি), লুকা মাদ্রিচ (রিয়াল মাদ্রিদ), টমাস মুলার (বায়ার্ন মিউনিখ), মানুয়েল নয়ার (বায়ানর্ মিউনিখ), দিমিত্রি পায়েত (ওয়েস্ট হ্যাম), পেপে (রিয়াল মাদ্রিদ), রুই পাত্রিসিও (স্পোর্তিং লিসবন), সার্জিও রামোস (রিয়াল মাদ্রিদ), জেমি ভার্ডি (লেস্টার সিটি), আর্তুরো ভিদাল (বায়ার্ন মিউনিখ)।

 

বিবার্তা/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com