শিরোনাম
দুই মাসের জন্য মাঠের বাইরে ইনিয়েস্তা
প্রকাশ : ২৩ অক্টোবর ২০১৬, ১৬:০৪
দুই মাসের জন্য মাঠের বাইরে ইনিয়েস্তা
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইনজুরির কারণে আগামী আট সপ্তাহ অর্থাৎ প্রায় দুই মাস মাঠের বাইরে থাকবেন বার্সেলোনা মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা। ক্লাবের অফিসিয়াল এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ফলে রিয়াল মাদ্রিদের বিপক্ষে মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকোতে তার খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।  

 

শনিবার ভ্যালেন্সিয়ার বিপক্ষে ৩-২ গোলের জয়ী ম্যাচে প্রথমার্ধের ১৪ মিনিটে এনজো পেরেজের কঠিন এক চ্যালেঞ্জের মুখে ইনিয়েস্তার ডান হাঁটুতে আঘাত লাগে। পরবর্তীতে তার বদলে মাঠে নামানো হয় ইভান রাকিটিচকে।

 

 

প্রাথমিকভাবে কোনো ধারণা পাওয়া না গেলেও পরবর্তীতে স্ক্যান রিপোর্টে নিশ্চিত করা হয়েছে ইনিয়েস্তার আঘাত গুরুতর। সেজন্য আগামী দুই মাস তিনি মাঠে থাকতে পারছেন না।  এতে আগামী ৪ ডিসেম্বর মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকোতেও তার খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

 

জোর্দি আলবা ও জেরার্ড পিকের পরে ইনিয়েস্তার ইনজুরিতে এখন অনেকটাই বিপকে বার্সা কোচ লুইস এনরিক।  

 

বিবার্তা/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com