সাদমানের সপ্তম ফিফটি, বাংলাদেশের লিড ১০০ পার
প্রকাশ : ২০ জুন ২০২৫, ১৭:৪৪
সাদমানের সপ্তম ফিফটি, বাংলাদেশের লিড ১০০ পার
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

টেস্টে বেশ ধারাবাহিকতা দেখাচ্ছেন সাদমান ইসলাম। এক ইনিংস আগেই জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রামে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। এবার শ্রীলঙ্কার গলে তার ব্যাট থেকে এলো ফিফটি।


সাদমানের ফিফটির সঙ্গে লিডও ১০০ পার করে ফেলেছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে টাইগারদের সংগ্রহ ২ উইকেটে ৯৩ রান। সাদমান ৫৫ আর নাজমুল হোসেন শান্ত ১৯ রানে অপরাজিত আছেন।


গল টেস্টের প্রথম ইনিংসে ডাক (১০ বলে ০) মেরেছিলেন এনামুল হক বিজয়। দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ ডানহাতি এই ওপেনার। এবার ২০ বল খেলে বিজয় আউট হন ৪ রানেই।


বাংলাদেশের প্রথম ইনিংসে ৪৯৫ রানের জবাবে ৪৮৫ করে অলআউট হয় শ্রীলঙ্কা। ফলে ১০ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে বাংলাদেশ। ইনিংসের অষ্টম ওভারে লঙ্কান অর্থোডক্স স্পিনার প্রভাত জয়সুরিয়ার বলে উইকেটরক্ষক কুশল মেন্ডিসের হাতে ক্যাচ হন বিজয়। প্রথম ইনিংসে পেসার আসিথা ফার্নান্ডোর বলে উইকেট বিলিয়ে দিয়েছিলেন তিনি।


এরপর মুমিনুল হককে বেশ আত্মবিশ্বাসী দেখালেও ইনিংস বড় করতে পারেননি। ৪০ বল খেলে ১৪ রানে থামেন মুমিনুল। থারিন্ডু রত্নায়েকেকে সুইপ করতে গেলে বল ব্যাটের পর হেলমেটে লেগে ওপরে উঠে যায়, দুর্ভাগ্যজনকভাবে সাজঘরে ফেরেন অভিজ্ঞ এই ব্যাটার। ২ উইকেটে ৬৫ রান নিয়ে চতুর্থ দিনের চা-বিরতিতে যায় বাংলাদেশ।


বিরতির পরই টেস্ট ক্যারিয়ারের সপ্তম ফিফটি তুলে নেন সাদমান। সবশেষ ৭ ইনিংসে এটি তার তৃতীয় পঞ্চাশোর্ধ্ব ইনিংস। এর মধ্যে আছে একটি সেঞ্চুরিও।


এর আগে আজ শুক্রবার ৪ উইকেটে ৩৬৮ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। উইকেটে আসেন গতকালের অপরাজিত দুই ব্যাটার কামিন্দু মেন্ডিস ও ধনাঞ্জয়া ডি সিলভা।


দিনের শুরুতেই শ্রীলঙ্কার অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভাকে আউট করেন নাঈম হাসান। দিনের তৃতীয় ওভারের শেষ বলে ধনাঞ্জয়াকে উইকেটরক্ষক লিটন দাসের ক্যাচ বানান ডানহাতি টাইগার স্পিনার।


৩৬ বলে ১৯ রান করে সাজঘরে ফেরেন ধনাঞ্জয়া। ডাউন লেগের বল লঙ্কান অধিনায়কের ব্যাট হালকাভাবে ছুঁয়ে লিটনের গ্লাভসে জমা হয়। দলীয় ৩৭৭ রানে ৫ উইকেট হারায় শ্রীলঙ্কা।


স্বাগতিকদের স্কোরবোর্ডে ৯ রান যোগ হতেই আবার আঘাত হানেন হাসান মাহমুদ। দিনের অষ্টম ওভারের শেষ বলে কুশল মেন্ডিসকে উইকেটরক্ষক লিটন দাসের ক্যাচ বানান টাইগার পেসার। ১৭ বলে ৫ রান করে সাজঘরে ফেরেন লঙ্কান উইকেটরক্ষক ব্যাটার। দলীয় ৩৮৬ রানে ষষ্ঠ উইকেট হারায় শ্রীলঙ্কা।


এরপর সপ্তম উইকেটে ৮৪ রানের জুটি করে দলকে বাংলাদেশের কাছাকাছি নিয়ে আসেন মিলান রত্মায়েকে ও কামিন্দু মেন্ডিস।


মিলানকে ব্যক্তিগত ৩৯ রানের মাথায় বোল্ড করে জু্টি ভাঙেন হাসান। এরপর উইকেটে আঠার মতো লেগে থাকা কামিন্দুকে (১৪৮ বলে ৮৭) লিটনের ক্যাচ বানান নাঈম। পরবর্তী দুই ব্যাটার থারিন্দু রত্নায়েকে ও আসিথা ফার্নান্ডোকে বোল্ড করে ৪৮৫ রানে লঙ্কানদের প্রথম ইনিংসের ইতি টেনে দেন ডানহাতি টাইগার স্পিনার।


১২১ রানে ৫ উইকেট শিকার করেন অফস্পিনার নাঈম হাসান। ৩ উইকেট নেন পেসার হাসান মাহমুদ। একটি করে উইকেট তাইজুল ইসলাম ও মুমিনুল হকের।


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com