শিরোনাম
বাংলাদেশের জামাই মইন আলী
প্রকাশ : ২২ অক্টোবর ২০১৬, ১০:৫৩
বাংলাদেশের জামাই মইন আলী
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

সূদুর ইংল্যান্ড সাম্রাজ্য থেকে বাংলাদেশের মেয়ের প্রেমে পরে বাংলাদশের জামাই হয়ে গেছেন ইংলিশ ক্রিকেটার মইন আলী। চট্টগ্রামে ভাগ্য বারবার তার সহায় হওয়াটা মনে হয় এ কারণেই।


মঈনের স্ত্রী ফিরোজা হোসেন বাংলাদেশি বংশোদ্ভূত। জন্ম-বেড়ে ওঠা দুটিই ইংল্যান্ডে হলেও ফিরোজার বাপের বাড়ি আদতে সিলেটে। একসময় সিলেট শহরের পীর মহল্লা এলাকার বাসিন্দা ছিলেন ফিরোজার বাবা এম হোসেন ও তার স্ত্রী। এরপর সপরিবারে ইংল্যান্ডে থিতু হন। সেখানেই জন্ম ফিরোজার। মঈনের সঙ্গে পরিচয়, বন্ধুত্ব। এরপর বিয়ে। তাদের ফুটফুটে ছোট্ট একটা ছেলেও আছে। নাম আবু বকর।


বাবা-মায়ের সঙ্গে ফিরোজা এর আগেও বাংলাদেশে এসেছেন। বিয়ের পর মঈনের সঙ্গেও বাংলাদেশে এসেছিলেন বলে জানা গেছে। ইংল্যান্ড দলের বাংলাদেশ সফরের সুযোগে এলেন এবারও। গত বুধবার ইংল্যান্ডের আরেক ক্রিকেটার আদিল রশিদের পাকিস্তান বংশোদ্ভূত স্ত্রীর সঙ্গে ফিরোজা এসেছেন বাংলাদেশে। বর্তমানে দুজনই ক্রিকেটার স্বামীদের সঙ্গে রয়েছেন চট্টগ্রামে। আদিল রশিদের স্ত্রী টেস্টের দ্বিতীয় দিনের খেলা দেখতে চলে এলেন মাঠেও।



পরিবার-পরিজন নিয়ে মিডিয়ার সামনে মঈন আলী তেমন আসেননা। তবে একবার মাঠে দেখা গেছে তার ছেলে আবু বকরকে। তবে যেখানে কিছু ক্রিকেটার নিরাপত্তার অজুহাতে বাংলাদেশে আসতে চাননি সেখানে স্ত্রীকে নিয়েই এসেছেন তিনি।


মজার ব্যাপার হলো, সেই স্ত্রীর আগ্রহেই এবার ইংল্যান্ড দলের খেলোয়াড়দের মধ্যে সবার আগে মঈনই বাংলাদেশ সফরে আগ্রহের কথা জানিয়েছেন।


বিবার্তা/প্লাবন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com