শিরোনাম
বিপজ্জনক আদিলকেও ফেরালেন তাইজুল
প্রকাশ : ২১ অক্টোবর ২০১৬, ১০:২৮
বিপজ্জনক আদিলকেও ফেরালেন তাইজুল
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের প্রথম বলেই ক্রিস ওকসকে আউট করেছেন স্পিনার তাইজুল ইসলাম। ৭৮ বলে ৩৬ রান করেন ওকস। এরপর বিপজ্জনক হয়ে ওঠা আদিল রদিশকে ফিরিয়ে দেন তাইজুল।


শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৭ উইকেটে ২৫৮ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। তবে দিনের প্রথম বলেই তাইজুলের বলে শর্ট লেগে মুমিনুল হকের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান ওকস।


এ প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ১০৩ওভারে ৯ উইকেট হারিয়ে ২৯১রান। ক্রিজে রয়েছেন স্টুয়ার্ট ব্রড ১২ ও বেট্টি শূন্যরানে। এর আগেঅধিনায়ক অ্যালিস্টার কুক ৪, বেন ডাকেট ১৪, জো রুট ৪০, ব্যালেনস ১, বেন স্টোকস ১৮,মইন আলী ৬৮, বেয়ারস্টো ৫২, ওকস ৩৬ ও আদিল রশিদ ২৬রান করে আউট হয়ে যান।


এর আগে প্রথম দিনে অভিষিক্ত মেহেদী হাসান মিরাজের দারুণ বোলিংয়ে ২৫৮ রান তুলতেই ৭ উইকেট হারিয়েছিল ইংল্যান্ড। টেস্ট ক্রিকেটে আলো ঝলমলে অভিষেকের দিনে ৬৪ রানে ৫ উইকেট নেন মেহেদি হাসান মিরাজ।


বাংলাদেশ দল: তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, শফিউল ইসলাম, তাইজুল ইসলাম ও কামরুল ইসলাম রাব্বি।


ইংল্যান্ড দল: অ্যালিস্টার কুক, বেন ডাকেট, জো রুট, গ্যারি ব্যালান্স, বেন স্টোকস, জনি বেয়ারস্টো, মঈন আলী, ক্রিস ওকস, আদিল রশিদ, গ্যারেথ ব্যাটি, স্টুয়ার্ট ব্রড।


উল্লেখ্য, ১৫ মাস পর টেস্ট খেলতে নামে বাংলাদেশ ক্রিকেট দল। ২০১৫ সালের জুলাই-আগস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছিলেন টাইগাররা।


বার্তা/প্লাবন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com