
চলতি বছরের জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন বাংলাদেশের পেসার এবাদত হোসেন।
১০ এপ্রিল, বুধবার ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে এমনটাই নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
দেবাশীষ বলেন, ‘কোনোভাবেই নয় (এবাদতের টি-টোয়েন্টি বিশ্বকাপে ফেরা)। আমরা এটা ভাবছিই না। ঐ সময়ের (বিশ্বকাপের আগে) মধ্যে তার ফেরা হচ্ছে না। এই ধরনের ইনজুরি থেকে সেরে উঠতে ৮ থেকে ১২ মাস লাগে, অন্তত ১০ মাস লাগবেই।’
তিনি আরও বলেন, ‘গত বছর ডিসেম্বরে (আগস্ট হবে) তার অস্ত্রোপচার হয়েছিল। আগামী অক্টোবরে তার ফেরা হতে পারে। সে হয়তো আরও আগে ফিরতে পারে, কিন্তু অবশ্যই টি-টোয়েন্টি বিশ্বকাপে নয়।’
গত বছর এশিয়া কাপের ঠিক আগে লিগামেন্টের ইনজুরিতে পড়েন এবাদত। এরপর এশিয়া কাপ, ওয়ানডে বিশ্বকাপ, বাংলাদেশ প্রিমিয়ার (বিপিএল) লিগসহ বেশ কিছু আন্তর্জাতিক সিরিজ খেলতে পারেননি তিনি।
দেশের হয়ে এখন পর্যন্ত ২০টি টেস্ট, ১২টি ওয়ানডে ও ৪টি টি-টোয়েন্টি খেলেছেন ৩০ বছর বয়সী এবাদত।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]