ফিফা র‍্যাংকিংয়: ১ম আর্জেন্টিনা, একধাপ পিছিয়ে ১৮৩তে বাংলাদেশ
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৪, ১৬:১৮
ফিফা র‍্যাংকিংয়: ১ম আর্জেন্টিনা, একধাপ পিছিয়ে ১৮৩তে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

বরাবরের ন্যায় ১৮৫৭.৯৯ পয়েন্ট নিয়ে টানা একবছর ধরে শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। এদিকে, র‍্যাংকিংয়ে এক ধাপ পিছিয়েছে বাংলাদেশ।


৪ এপ্রিল, বৃহস্পতিবার হালনাগাদকৃত ব্যাংকিং প্রকাশ করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তালিকায় সেরা দশে দুটি জায়গায় পরিবর্তন এসেছে। আর্জেন্টিনার পর ১৮৪০.৬০ পয়েন্ট নিয়ে ২য় স্থানে আছে ফ্রান্স। ইংল্যান্ডকে টপকে ১৭৯৫.২৪ পয়েন্ট নিয়ে তিনে উঠে এসেছে বেলজিয়াম।


অন্যদিকে, হ্যারি কেইনরা নেমে গেছে চারে। পাঁচে আছে ব্রাজিল। এ ছাড়া একধাপ এগিয়ে ছয়ে উঠে এসেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। সেরা দশের বাকি চার জায়গায় আছে যথাক্রমে নেদারল্যান্ডস, স্পেন, ইতালি ও ক্রোয়েশিয়া।


এদিকে, সম্প্রতি ফিফা উইন্ডোতে ফিলিস্তিনের বিপক্ষে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্বের দুটি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। প্রথম লেগে ৫-০ গোলে হারের পর দ্বিতীয় লেগে ঘরের মাঠে ১-০ গোলের ব্যবধানে হেরেছে জামাল ভূঁইয়ারা। আর তার ছাপ পড়েছে র‌্যাংকিংয়েও। ১৮৩ থেকে ১৮৪তে নেমে গেছে হাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা।


এর আগে গেল বছরের অক্টোবরে ১৮৩তে উঠেছিল বাংলাদেশ। এরপর টানা ছয়মাস ধরে রাখে সেই অবস্থান। ফিলিস্তিনের বিপক্ষে টানা দুই হারে এক ধাপ অবনমন হলো বাংলাদেশের।


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com