শর্ত দিয়ে খেলবে শুনতে যেন কেমন লাগে, তামিম ইস্যুতে সুজন
প্রকাশ : ১১ মার্চ ২০২৪, ২০:০৫
শর্ত দিয়ে খেলবে শুনতে যেন কেমন লাগে, তামিম ইস্যুতে সুজন
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

জাতীয় দলের অন্যতম পরিচালক খালেদ মাহমুদ সুজন বলেছেন, ‘আমরা সবাই চাই তামিম ফিরে আসুক। খেলতে চাইলে অবশ্যই খেলবে। কিন্তু শর্ত দিয়ে খেলবে, একজন ক্রিকেটার এই কথাটা শুনতে যেন কেমন লাগে!’


১১ মার্চ, সোমবার বিকেলে শেরে বাংলা স্টেডিয়ামে চ্যাম্পিয়ন আবাহনী আর পারটেক্স স্পোর্টিং ক্লাবের ম্যাচ শেষে তিনি এ কথা বলেন।


রবিবার (১০ মার্চ) রাতে দুটি টিভি চ্যানেলের সাথে আলাদাভাবে কথা বলেছেন তামিম। সেখানে তিনি তার অবস্থান একদম খোলাসা করে না বললেও আকার ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন, তার কিছু শর্ত আছে। সেগুলো পূরণ হলেই কেবল তিনি আবার জাতীয় দলে ফিরবেন।


এর পরিপ্রেক্ষিতেই খালেদ মাহমুদ সুজন এসব কথা বলেন।


খালেদ মাহমুদ বলেন, ‘অবশ্যই তামিম বাংলাদেশ ক্রিকেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। সেটা বোর্ডই সিদ্ধান্ত নেবে। ও যেহেতু বলেছে বোর্ডের সঙ্গে বসবে। পাপন ভাই যেহেতু কথা বলতে চেয়েছেন। সিরাজ ভাই ও জালাল ভাইকে সেই দায়িত্বটা দিয়েছেন পাপন ভাই। তবে আমি মনে করি, যত তাড়াতাড়ি বসে একটা সুরাহা করা যাবে (ততই ভালো)। এটা এমন একটা ব্যাপার যে, প্রতিদিন টক অব দ্য টাউন হয়ে যাচ্ছে। আমি মনে করি বাংলাদেশ ক্রিকেট এসব কিছুর ঊর্ধ্বে।’


সুজন মনে করেন, তামিমের অভিজ্ঞতা ও পারফরম্যান্স নিয়ে কারোরই কিছু বলার সুযোগ নেই। তবে তামিমের সঙ্গে তার নিকট অতীতে কোনো কথা হয়নি বলে জানালেন সুজন।


সুজন বলেন, ‘এবারের বিপিএলে তামিমের সঙ্গে আমার শুধু হাত মেলানো হয়েছে খেলা শেষে। ওইভাবে বসে কথা হয়নি। আমি বলতে পারব না ও কী চাচ্ছে না চাচ্ছে। যেহেতু ও স্পেসিফিকালি প্রেসিডেন্ট স্যারের সঙ্গেই বসতে চাচ্ছে, এখানে আমার কথা না বলাই ভালো। কথা বলুক, কেন খেলতে চাচ্ছে না, কী হলে খেলবে, এটা ওকে প্রেসিডেন্ট স্যারকে ক্লিয়ার করাটাই ভালো। এটার মধ্যে আমাদের থার্ড পারসন না যাওয়াটাই ভালো।’


সুজন মনে করেন, জাতীয় দল সবার ওপরে। তার কথা, ‘এখানে আসলে শর্ত থাকবে কী থাকবে না, এই কথাটা শুনতেই খারাপ দেখায়। তামিম এত বছর বাংলাদেশ দলকে সার্ভিস দিয়েছে, ওকে আমাদের প্রয়োজন। টিম সিলেক্টররা আছেন, তারা যদি মনে করেন তামিমকে আমাদের প্রয়োজন তবে নেবেন। দরকার হলে খেলবে। কিন্তু সেটা কোনো কিছুর বিনিময়ে বা কোনো শর্তে, এমন কথা কতটা যৌক্তিক, আমি বলতে পারব না।’


প্রসঙ্গত, গত বছরের জুলাইয়ে আফগানিস্তান সিরিজ থেকে হঠাৎ করে অবসরের ঘোষণা দেন তামিম ইকবাল। এরপর প্রায় আট মাস পার হয়ে গেলেও এই টাইগার ব্যাটারের অবসর নেওয়ার কারণ খুঁজে পায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই বিষয়ে বিসিবি সভাপতি ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপনকে একাধিক বার প্রশ্ন করলে, উত্তরে বারবার বলেছেন তামিমের অবসরের নির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি।


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com