
ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুল-ম্যানচেস্টার সিটির হাইভোল্টেজ ম্যাচ পরিণত হয়েছিল পেপ গার্দিওলা এবং ইউর্গেন ক্লপ এই দুই অসাধারণ মেধাবী কোচের দ্বৈরথে।
গত এক যুগ ধরে ফুটবল খেলার সব সংজ্ঞা আর কৌশল পেপ গার্দিওলা এবং ইউর্গেন ক্লপ দুজনে বদলে দিয়েছেন। স্যার অ্যালেক্স ফার্গুসন ও আর্সেন ওয়েঙ্গারের দ্বৈরথের পর এমন কিছু আর কখনোই দেখেনি ইংলিশ প্রিমিয়ার লিগ। দুই অসাধারণ মেধাবী কোচের শেষ লড়াই হতে পারে এটিই। চলতি মৌসুমের পরই লিভারপুল ছেড়ে যাবেন ক্লপ। এফএ কাপে দেখা না হলে তাই এটিই ক্লপ-গার্দিওলা দ্বৈরথের শেষ ম্যাচ।
আর এমন উত্তাপ ছড়ানো সূচিতে কোন কোচকেই হারের মুখ দেখতে হয়নি। লিভারপুল এবং ম্যানচেস্টার সিটির হাইভোল্টেজ ম্যাচ শেষ হয়েছে ১-১ গোলে। দুই দলের এর আগের সাক্ষাতেও ফলাফল ছিল এমন। এই ম্যাচের পর ৬৪ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকল লিভারপুল। আর ৬৩ পয়েন্ট নিয়ে তিনে ম্যানসিটি।
ম্যাচের হাইলাইটস দেখে নিশ্চিতভাবেই কপাল চাপড়াবেন লুইস দিয়াজ। অল্পদিনেই লিভারপুলের বাম প্রান্তে ভরসা হয়ে উঠেছিলেন। তবে রবিবারের এমন উত্তাপ ছড়ানো ম্যাচে দিয়াজই মিস করলেন গুণে গুণে তিনখানা সহজ সুযোগ। তা না হলে হয়ত তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে পারতেন ইউর্গেন ক্লপ।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]