
মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে সাভারে অনুষ্ঠিত হলো নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা।
রবিবার (১০ মার্চ) রাতে উপজেলার হেমায়েতপুরের যাদুরচর এলাকায় এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় এসময় হেমায়েতপুর সুপার কিংকে ২০ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন যাদুরচর ইয়াং স্টার ক্লাব।
খেলা শেষে বিজয়ী ও রানার আপ দলকে নগদ অর্থ ও ট্রফি তুলে দেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব।
এসময় তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর, ভাকুর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত হোসেনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
বিবার্তা/শরীফুল/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]