
নেপালে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-১৬ সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশের মেয়েরা। যেখানে ম্যাচটির নির্ধারিত সময়ে খেলা ১-১ গোলে সমতায় থাকার পর টাইব্রেকারে ভারতকে ৩-২ গোলে হারিয়েছে বাংলাদেশের কিশোরীরা। গোলরক্ষক ইয়ারজানের বীরত্বে ৩-২ ব্যবধানে টাইব্রেকার জিতে শিরোপা নিশ্চিত করে বাংলাদেশ।
সৌরবী আকন্দ প্রীতি-ইয়ারজানদের এমন কীর্তিতে তাদের অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ পুরুষ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।
১০ মার্চ, রবিবার নেপালের ললিতপুরে সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হয় বাংলাদেশ ও ভারত। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। যেখানে গোলরক্ষক ইয়ারজানের নৈপুণ্যে ভারতকে ৩-২ ব্যবধানে হারিয়ে শিরোপা জিতে নেয় সাইফুল বারী টিটুর শিষ্যরা।
ফিলিস্তিনের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মাঠে নামার আগে সৌদি আরবে অনুশীলন ক্যাম্প করছে বাংলাদেশ ফুটবল দল। জাতীয় দলের ম্যাচের জন্য প্রস্তুত হওয়ার মধ্যেই নারী দলের ফাইনাল ম্যাচ দেখেছেন অধিনায়ক জামাল। ম্যাচ শেষ হওয়ার কিছুক্ষণ পর নিজের অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্টে জয়ের মুহূর্তের একটি ভিডিও পোস্ট করেছেন তিনি।
ভিডিওর ক্যাপশনে পুরুষ দলের অধিনায়ক লিখেছেন, সাফ চ্যাম্পিয়নশিপ জেতায় আমাদের অনূর্ধ্ব-১৬ নারী দলকে অনেক অভিনন্দন।
ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন শিরোপার পাশাপাশি এদিন আরও দুটি পুরস্কারও জিতেছে বাংলাদেশের মেয়েরা। আসরে সর্বোচ্চ ৫ গোল করে সবচেয়ে মূল্যবান খেলোয়াড়ের পুরস্কার জেতেন সৌরবী আকন্দ প্রীতি। আসরসেরা গোলরক্ষক নির্বাচিত হন ইয়ারজান।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]