জিম্বাবুয়ের কাছে কুপোকাত শ্রীলংকা
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৪, ১৪:১০
জিম্বাবুয়ের কাছে কুপোকাত শ্রীলংকা
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

শ্রীলংকাকে তাদের ঘরের মাঠে পরাস্ত করেছে জিম্বাবুয়ে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় খেলায় শ্বাসরুদ্ধকর লড়াইয়ে শেষ পর্যন্ত হার মানে ১৯৯৬ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা।


মঙ্গলবার শ্রীলংকার রাজধানী কলম্বোর প্রোমাদাসা স্টেডিয়ামে আগে ব্যাট করে ৬ উইকেটে ১৭৩ রান করে শ্রীলংকা।


টার্গেট তাড়ায় শ্বাসরুদ্ধকর লড়াইয়ে এক বল হাতে রেখে ৪ উইকেটের জয় নিশ্চিত করে জিম্বাবুয়ে। দলের জয়ে ৫৪ বলে ৬টি চার আর দুটি ছক্কায় সর্বোচ্চ ৭০ রান করেন ক্রেগ আরভিন। ইনিংসের শেষ দিকে মাত্র ১২ বলে ২৫ রানের ঝড়ো ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন পেস বোলার লুক জংওয়ে, ৫ বলে ১৫ রান করেন ক্লাইভ মদন্ডে।


এদিন টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমেই বিপর্যয়ে পড়ে যায় স্বাগতিকরা। দলের বিপর্যয়ে হাল ধরেন চারিথ আসালাঙ্কা ও অ্যাঞ্জেলো ম্যাথিউস। পঞ্চম উইকেটে তারা ৭৯ বলে ১১৮ রানের জুটি গড়েন।


এই জুটিতে দুজনেই তুলে নেন ফিফটি। ফিফটি তুলে নেওয়ার পর সাজঘরে ফেরেন আসালঙ্কা। তার আগে মাত্র ৩৯ বলে ৫টি চার আর ৩টি ছক্কার সাহায্যে দলীয় সর্বোচ্চ ৬৯ রান করেন আসালঙ্গা।


ছয় নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে সিরিজের শেষ বল পর্যন্ত খেলে যান শ্রীলংকার সাবেক অধিনায়ক ম্যাথিউস। তিনি ৫১ বল মোকাবেলা করে ৬টি চার আর ২টি ছক্কার সাহায্যে অপরাজিত ৬৬ রান করেন।


সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৫ উইকেটে ১৪৩ রান করে ৩ উইকেটে হারে জিম্বাবুয়ে। আজ হারলেই সিরিজ হাতছাড়া করবে সফরকারীরা।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com