টি-টোয়েন্টিতে ১৬ ছক্কার বিশ্বরেকর্ড গড়লেন অ্যালেন
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৪, ১৪:০৫
টি-টোয়েন্টিতে ১৬ ছক্কার বিশ্বরেকর্ড গড়লেন অ্যালেন
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

টি-টোয়েন্টিতে এক ইনিংসে ছক্কার বিশ্বরেকর্ড করলেন নিউজিল্যান্ডের অ্যালেন। পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ১৬ ছয় মেরেছেন অ্যালেন, খেলেছেন ৬২ বলে ১৩৭ রানের ঝোড়ো ইনিংস।


আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডটি এত দিন এককভাবে ছিল হজরতউল্লাহ জাজাইয়ের দখলে। আফগানিস্তানের এ ওপেনার ২০১৯ সালে দেরাদুনে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৬২ রানের ইনিংস খেলার পথে মেরেছিলেন ১৬টি ছয়।


অ্যালেনের ১৩৭ রান আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসও। কিউই ওপেনার ভেঙেছেন ব্রেন্ডন ম্যাককালামের রেকর্ড। ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাল্লেকেলেতে বাংলাদেশের বিপক্ষে ৫৮ বলে ১২৩ রান করেছিলেন ম্যাককালাম।


২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে অ্যালেনের ইনিংসটি পঞ্চম সর্বোচ্চ ও পাকিস্তানের বিপক্ষে সর্বোচ্চ। পাকিস্তানের বিপক্ষে আগের সর্বোচ্চও ছিল এক কিউই ব্যাটসম্যানের। গত এপ্রিলে রাওয়ালপিন্ডিতে ৫২ বলে ১০৪ রান করে অপরাজিত ছিলেন মার্ক চ্যাপম্যান।


১৮তম ওভারে আউট হওয়ার আগে অ্যালেন তিন অঙ্ক স্পর্শ করেন ৪৮ বলে। নিউজিল্যান্ডের হয়ে এটি তৃতীয় দ্রুততম। গ্লেন ফিলিপস ৪৬ বলে এবং কলিন মানরো ৪৭ বলে শতক করেছিলেন। দুটোই মাউন্ট মঙ্গানুইয়ে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ফিলিপস ২০২০ সালে, মানরোরটি ২০১৮ সালে।


বুধবার অ্যালেনের ১৬ ছক্কায় সবচেয়ে বেশি ভুগেছেন হারিস রউফ। পাকিস্তানের এই ডানহাতি পেসারই হজম করেছেন ৬টি ছয়, যার মধ্যে ষষ্ঠ ওভারেই ৩টি। ওই ওভারে মোট ২৮ রান দেন রউফ।


অ্যালেন পাকিস্তান অধিনায়ক শাহিন আফ্রিদির বলেও মেরেছেন ৪টি ছয়। দুটি তৃতীয় ওভারে, দুটি ১৩তম ওভারে। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শাহিনের এক ওভারে দুটি ছয়, তিনটি চারসহ ২৪ রান তুলেছিলেন শাহিন, যা বাঁহাতি এ পেসারের টি-টোয়েন্টিতে সবচেয়ে খরুচে ওভার।


অ্যালেনের রেকর্ড গড়া ইনিংসের দিনে পাকিস্তানের বিপক্ষে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ২২৪ রান তুলেছে নিউজিল্যান্ড। পরে পাকিস্তানকে ৭ উইকেটে ১৭৯ রানে আটকে দিয়ে ৪৫ রানে ম্যাচ জেতে অ্যালেনের দল।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com