
ফিলিস্তিনে দীর্ঘ সময় ধরেই চলছে ইসরায়েলি আগ্রাসন। এর প্রতিবাদ জানাতে চেয়েছিলেন উসমান খাজা। ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদ এবং মানবাধিকার প্রতিষ্ঠার দাবি নিয়ে তিনি আওয়াজ তুলতে চেয়েছিলেন ক্রিকেট মাঠে। তবে আইসিসির বিরোধিতার জেরে তা পারেননি।
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে ফিলিস্তিনের প্রতি সমর্থন জানাতে গিয়ে বারবার আইসিসির বাঁধার মুখে পড়েছেন খাজা। শেষ পর্যন্ত সমর্থন জানাতে না পেরে জুতায় নিজের দুই মেয়ের নাম লিখে প্রতিবাদ জানিয়েছিলেন অজি এই ওপেনার। তবে এবার আর কোনো রাখঢাক নয়, সরাসরিই ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়েছেন তিনি।
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ শেষ করে এখন বিগ ব্যাশ খেলছেন খাজা। গতকাল নিজ দল ব্রিজবেন হিটের হয়ে পার্থ স্করচার্সের বিপক্ষে খেলতে নেমেছিলেন অজি এই ওপেনার। এ সময় তাঁর ব্যাটে ছিল শান্তির প্রতীক ঘুঘু এবং এর মুখে জলপাই পাতার কুড়ির কালো স্টিকার। অস্ট্রেলিয়ার ঘরোয়া লিগ হওয়ায় এটি আইসিসির নিয়ন্ত্রণের বাইরে। এই সুযোগেই ফিলিস্তিনের প্রতি নিজের সমর্থন ব্যক্ত করেছেন খাজা।
অস্ট্রেলিয়া-পাকিস্তান টেস্ট সিরিজের শুরু থেকেই মূলত খাজার পেছনে লাগে আইসিসি। ফিলিস্তিনিদের সমর্থন জানাতে ‘স্বাধীনতা একটি মানবাধিকার, প্রতিটি জীবনের মূল্য সমান’ লেখা জুতা পরে পার্থ টেস্টে খেলতে চেয়েছিলেন উসমান খাজা।
কিন্তু রাজনৈতিক কারণ দেখিয়ে তাকে এই জুতা পরে খেলার অনুমতি দেয়নি আইসিসি। আইসিসির অনুমতি না পেয়ে জুতায় লেখা বার্তা দুইটি স্কচ টেপ দিয়ে ঢেকে দেন খাজা। আর বিকল্প প্রতিবাদ হিসেবে পার্থে কালো আর্মব্যান্ড পরে খেলতে নামেন তিনি। তবে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা সেটিও মেনে নেয়নি।
কালো আর্মব্যান্ড পরে মাঠে নামায় আইসিসির শাস্তির মুখে পড়েন খাজা, এ জন্য অজি ওপেনারকে করা হয় তিরস্কার। তবে এরপরও দমে যাননি তিনি। মেলবোর্নে অস্ট্রেলিয়া-পাকিস্তান দ্বিতীয় টেস্ট শুরুর আগে জুতা ও ব্যাটে শান্তির প্রতীক পায়রা ও ‘০১’ লেখা লোগো ব্যবহার করতে চেয়েছিলেন খাজা। কেননা ‘০১’ আন্তর্জাতিক মানবাধিকার ঘোষণার রেফারেন্স হিসেবেই ব্যবহৃত হয়। অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটার অনুশীলনও করেন এই জুতো পরেই। তবে এসব করারও অনুমতি পাননি তিনি।
অনুমতি না পেয়ে আইসিসিকে একপ্রকার ‘চ্যালেঞ্জ’ ছুঁড়েই খেলতে নামেন খাজা। যে জুতো পড়ে খেলতে নেমেছেন, তাতে লিখেছিলেন তার দুই মেয়ে আয়শা ও আয়লার নাম।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]