আইসিসি ওয়ানডে বিশ্বকাপ
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে ভারত
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৩, ১৪:৩৭
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে ভারত
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

বিশ্বকাপের ৩৭তম ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে ভারত। ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। বাংলাদেশ সময় বেলা আড়াইটায় কলকাতার ইডেন গার্ডেন্সে ম্যাচটি শুরু হবে।


চলতি আসরে একমাত্র দল হিসেবে এখন পর্যন্ত হারের মুখ দেখেনি ভারত। অন্যদিকে, নেদারল্যান্ডসের বিপক্ষে অঘটনের জন্ম দিলেও বাকি সবগুলো ম্যাচই জিতেছে টেম্বা বাভুমার দল। এই ম্যাচে তাই হয়ে দাঁড়িয়েছে শক্তিমত্তার পরীক্ষার লড়াইও।


চলমান আসরে জয়-পরাজয়ের হিসেবে সমানে সমান লড়াই করছে দুই দল। এখন পর্যন্ত ৭ ম্যাচে খেলে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে ভারত। সমান ম্যাচে ৬ জয় ও ১ হারে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। আজ প্রোটিয়াদের সামনে শীর্ষে ওঠার সুযোগ।


পরিসংখ্যানের হিসেবে ওয়ানডে ফরম্যাটে এখন পর্যন্ত ৯০ ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকা। সেসব ম্যাচে জয়ের পাল্লা ভারী প্রোটিয়াদের পক্ষে। দক্ষিণ আফ্রিকার ৫০ জয়ের বিপরীতে ভারতের জয় ৩৭টি ম্যাচে। বাকি তিনটি ম্যাচ পরিত্যক্ত হয়।


একদিনের বিশ্বকাপেও মুখোমুখি লড়াইয়ে পরিসংখ্যান প্রোটিয়াদের পক্ষে। বিশ্বকাপে পাঁচবারের দেখায় দক্ষিণ আফ্রিকার ৩ জয়ের বিপরীতে ভারতের জয় ২টি। যদিও এই টুর্নামেন্টের সব শেষ দেখায় ৬ উইকেটে জয় পেয়েছিল ভারত। আজ ভারতের সামনে হিসেবনিকেশ সমতায় আনার দিন।


ভারত একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরা।


দক্ষিণ আফ্রিকা একাদশ
টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক, মার্কো ইয়ানসেন, হেইনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, এইডেন মার্করাম, লুঙ্গি এনগিদি, ডেভিড মিলার, কাগিসো রাবাদা, তাবরেজ শামসি, রাসি ফন ডার ডুসেন।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com