বাবরের জায়গায় শাহিনকে অধিনায়ক চান শোয়েব মালিক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৩, ২২:০০
বাবরের জায়গায় শাহিনকে অধিনায়ক চান শোয়েব মালিক
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপে শনিবার স্বাগতিক ভারতের কাছে ৭ উইকেটে পরাজিত হওয়ার পর বাবর আজমের নেতৃত্ব থেকে সরে যাওয়া উচিৎ বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক।


স্থানীয় এক সংবাদ মাধ্যমকে সম্প্রতি দেয়া এক সাক্ষাৎকারে তিনি অবশ্য জোর দিয়ে বলেছেন, এটি তার ব্যক্তিগত মতামত। একজন অধিনায়ক হিসেবে আজমের পারফর্মেন্সের মূল্যায়ন থেকে তিনি এই মতামত ব্যক্ত করেছেন।


বর্তমান অধিনায়কের উদ্ভাবনী ও কৌশলগত চিন্তার ক্ষমতা নিয়ে উদ্বেগও প্রকাশ করেন সাবেক তারকা মালিক। তার মতে পদত্যাগ করলে আজম শুধুমাত্র একজন খেলোয়াড় হিসেবে নিজের দক্ষতাকে ফুটিয়ে তুলতে পারবেন এবং পাকিস্তান ক্রিকেট দলের জন্য উল্লেখযোগ্য অবদান রাখতে পারবেন।


অবশ্য কেউ কেউ মনে করছেন ২৯ বছর বয়সি বাবরকে আরো সময় দেয়া উচিৎ। কারণ সবে মাত্র জাতীয় দলের অধিনায়ক হিসেবে কাজ শুরু করেছেন ডানহাতি ওই ব্যাটার। যদিও সাবেক অল রাউন্ডার শোয়েব মালিক মনে করেন বাবরের নেতৃত্ব ছাড়া উচিৎ। এতে ব্যাটার হিসেবে দলে আরো বেশী অবদান রাখতে পারবেন তিনি।


শোয়েব মালিক বলেন,‘ আগেও আমি বলেছি বাবরের নেতৃত্ব ছাড়া উচিৎ। এটি আমার ব্যক্তিগত মতামত। কারণ তিনি নেতৃত্ব দিচ্ছেন কিন্তু (দলের) উন্নতি হচ্ছে না। তবে একজন খেলোয়াড় হিসেবে তিনি পাকিস্তানের জন্য বিষ্ময়কর অবদান রাখতে পারেন।’


৪১ বছর বয়সি এই সাবেক তারকা আরো বলেছেন, বাবর ইস্তফা দিলে তার জায়গায় শাহিন আফ্রিদিকে সাদা বলে পাকিস্তান দলের অধিনায়ক করা উচিৎ। তিনি বলেন, ‘বাবর আজম যদি কোন কারণে দায়িত্ব ছাড়েন তাহলে সাদা বলের নেতৃত্বে শাহিন আফ্রিদিকে বসানো উচিৎ। লাহোর কালান্দার্সের হয়ে অসাধারণ নেতৃত্ব দিয়েছেন তিনি।’


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com