শিরোনাম
জয়পুরহাটে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট শুরু
প্রকাশ : ১৮ অক্টোবর ২০১৬, ১৪:১৩
জয়পুরহাটে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট শুরু
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

দেশের জনপ্রিয় খেলা ফুটবলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে জয়পুরহাট স্টেডিয়ামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।


মঙ্গলবার সকালে তিন দিনব্যাপী টুর্নামেন্টটি উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদু।


তিনি বলেন, প্রাথমিক পর্যায়ে এই টুর্নামেন্ট আয়োজন করায় তৃণমূল পর্যায় থেকে ফুটবল খেলোয়াড় তৈরি হবে। যাতে ভবিষ্যতে উন্নতমানের খেলোয়াড় পাবে দেশ।
জেলার পাঁচ উপজেলার বালক-বালিকাসহ ১০টি প্রাথমিক বিদ্যালয় নিয়ে জয়পুরহাট স্টেডিয়ামে শুরু হয়েছে তিন দিনব্যাপী এই টুর্নামেন্ট। জয়পুরহাট জেলা প্রাথমিক শিক্ষা অফিস এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে।


উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আব্দুর রহিম, পুলিশ সুপার মোল্লা নজরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক এস এম সোলাইমান আলী, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বদরুজ্জোহা, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদুল আলম লেবু প্রমুখ।


বিবার্তা/প্লাবন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com