মেসিকে কারচুপি করে বিশ্বকাপ জেতানো হয়েছে: ফন
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৪৫
মেসিকে কারচুপি করে বিশ্বকাপ জেতানো হয়েছে: ফন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতেছে লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনা। দেশটির লিওনেল মেসিও ঘুচিয়ে ফেলেন তার ক্যারিয়ারের সবচেয়ে বড় অপূর্ণতা।এরমধ্যেই বিস্ফোরক এক মন্তব্য করেছেন বিশ্বকাপে নেদারল্যান্ডসের কোচ হিসেবে থাকা লুই ফান গাল। তার মতে, মেসিদের বিশ্বকাপ পাইয়ে দিতে কারচুপি করা হয়েছে।


তবে মেসির এই অর্জনকে প্রশ্নবিদ্ধ করে বিশ্বকাপে কারচুপির অভিযোগ আনলেন নেদারল্যান্ডসের সাবেক কোচ লুইস ফন গাল। তার দাবি শেষ বিশ্বকাপ হওয়া মেসিকে পরিকল্পিতভাবে জেতানো হয়েছে।


কাতার বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। উত্তেজনায় ঠাঁসা সেই ম্যাচ টাইব্রেকারে ৪-৩ গোলে জিতে সেমিফাইনালে পা রাখে তারা।


নির্ধারিত সময়ে ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছিল। যেখানে আর্জেন্টিনার হয়ে একটি করে অ্যাসিস্ট ও গোল করেন মেসি। গোলের পর ডাগআউটে থাকা ডাচ কোচ ফন গালকে উদ্দেশ্য করে দুই কানে হাত দিয়ে উদযাপন করেন এই ফরোয়ার্ড।


সেই ম্যাচের স্মৃতিচারণ করতে গিয়ে ডাচ সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ফন গাল বলেন, ‘আমি এটা নিয়ে সত্যিই বেশি কিছু বলতে চাই না। আপনি যখন দেখবেন আর্জেন্টিনা কীভাবে গোলগুলো পেয়েছিল এবং আমরা কীভাবে পেয়েছিলাম তখনই বুঝে যাবেন। আর্জেন্টিনার খেলোয়াড়রা মাত্রা ছাড়িয়ে যাচ্ছিল এবং শাস্তি পায়নি। তারপর আমার মনে হয়েছে এই ম্যাচটা পূর্ব পরিকল্পিত ছিল।’


যদিও ফন গালের এমন মন্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন নেদারল্যান্ডস অধিনায়ক ভার্জিল ফন ডাইক। তিনি বলেন, ‘তিনি যা ইচ্ছা বলতে পারেন। এটা অবশ্যই তার ব্যক্তিগত মতামত। সবারই নিজস্ব মতামত থাকতে পারে। আমি তার সঙ্গে একমত নই।’


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com