তীব্র গরমে অনুশীলন বাতিল টাইগারদের
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ১৮:০২
তীব্র গরমে অনুশীলন বাতিল টাইগারদের
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

লাহোরের তীব্র গরমে সাকিবদের অনুশীলন বাতিল করা হয়েছে বলে জানিয়েছে দলীয় সূত্র। পাঞ্জাবের রাজধানী শহরের গড় তাপমাত্রা ৩৩ ডিগ্রি দেখালেও তা মনে হচ্ছে ৪০ ডিগ্রির মতো। তীব্র গরমে অসুস্থ বা চোটে পড়ার আশঙ্কা থাকে। আবহাওয়া ওয়েবসাইটগুলোর তথ্যমতে, প্রদেশটির তাপমাত্রা ‘অত্যধিক’ গরম। অন্যদিকে বৃষ্টির কোনো ছিঁটেফোটাও না থাকায় সাধারণ মানুষ থেকে শুরু করে ক্রিকেটারদেরও হাঁসফাঁস অবস্থা।


প্রথম ম্যাচে হার দিয়ে শুরু করা টাইগারদের এশিয়া কাপ মিশন শেষ হওয়ার শঙ্কা ছিল। তবে আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়ায় টাইগাররা। লাহোরে আফগানিস্তানকে গুঁড়িয়ে টুর্নামেন্টের সুপার ফোরে নিশ্চিত করেছেন সাকিব আল হাসানরা।


সুপার ফোর নিশ্চিত করা বাংলাদেশ দল এখন রয়েছে লাহোরে। বুধবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে সুপার ফোরে খেলবে বাংলাদেশ। মানসিকভাবে চাঙ্গা থেকে স্বাভাবিকভাবেই বাংলাদেশের মঙ্গলবার অনুশীলন করার কথা। কিন্তু তীব্র গরমে ইঞ্জুরিতে পড়ার আশঙ্কায় অনুশীলন বন্ধ করে দেওয়া হয়েছে।


এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সূচি বলছে, সুপার ফোরে প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলবে। ওই রাউন্ডে প্রতিটি দলই একে অপরের মুখোমুখি হবে। আফগানদের হারানো লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামেই কাল প্রথম ম্যাচে পাকিস্তানের আতিথ্য নেবে বাংলাদেশ। এরপর আগামী ৯ এবং ১৫ সেপ্টেম্বর তাদের আরও দুটি ম্যাচ রয়েছে। শেষ ম্যাচে সাকিবদের প্রতিপক্ষ ভারত এবং দ্বিতীয় ম্যাচে তারা লড়বেন শ্রীলঙ্কা কিংবা আফগানিস্তানের বিপক্ষে।


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com