৮০ জন গার্লফ্রেন্ড ইস্যুতে নাসির বললেন, ‘আমি কি রোবট নাকি’
প্রকাশ : ০১ মে ২০২৩, ১৯:০৮
৮০ জন গার্লফ্রেন্ড ইস্যুতে নাসির বললেন, ‘আমি কি রোবট নাকি’
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

অমিত সম্ভাবনা নিয়েই ক্রিকেটের বাইশ গজে পা রেখেছিলেন নাসির হোসেন। প্রতিভার প্রমাণ দিয়ে ক্রমেই অলরাউন্ডার হয়ে ওঠেন অলরাউন্ডার। ফিনিশার হিসেবে প্রমাণ করে জাতীয় দলে নিজের অবস্থান তৈরি করলেও নানা বিষয়ে বিতর্কে জড়িয়ে জাতীয় দল থেকে অনেকটা নির্বাসনেই আছেন নাসির হোসেন।


প্রায় সাত বছর আগে গুঞ্জন ছড়ায় ক্রিকেটার নাসির হোসেনের ৮০ জন গার্লফ্রেন্ড রয়েছে, একই সঙ্গে তিনি না কি ৮০টি সিমও ব্যবহার করেন। সেটি ব্যাপক সাড়া ফেলে ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে। দীর্ঘদিন পর আবার সেই বিষয়ে মন্তব্য করলেন নাসির।


রবিবার (৩০ এপ্রিল) একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নাসির জানান, ‘আমার দুটি ফোন আর দুটি সিম। ৮০ জন গার্লফ্রেন্ড থাকবে, আমি কি রোবট নাকি? বিয়ের পর আমার মধ্যে কি পরিবর্তন এসেছে সেটা আমিও জানি না। হয়তো বা আমি একটু দায়িত্বশীল হয়েছি, যত্ন নিতে শিখেছি।’


বর্তমান স্ত্রীকে নিয়ে বেশ ভালো আছেন জানিয়ে নাসির আরও বলেন, ‘আমাদের এখন একটা সন্তান আছে। তাকে নিয়ে এখন আমাদের সবকিছু। বাংলাদেশের মানুষ তো অনেক বেকার। তারা মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে মজা নিতে পছন্দ করে। হয়তো এখন অন্য কোনো ইস্যু পেয়েছে সেটার ওপর ঝাঁপিয়ে পড়ছে। যারা ট্রল করে, সমালোচনা করে তারা শুধু কিছু সংখ্যক মানুষ।’


নাসির আরও যোগ করেন, ‘কিছু কিছু ইউটিউবার রয়েছে যারা কিছু জিনিসকে এমনভাবে উপস্থাপন করে যেন ভিউ বেশি হয়। এডিট করে কত মেয়ের সাথে আমার ছবি যোগ করে দিয়েছে এরা। অন্যরা আমাকে কি মনে করলো তাতে আমার কিছু যায় আসে না। আমরা ভালো আছি এটাই আমাদের কাছে বড় কথা।’


জাতীয় দলের জার্সিতে সর্বশেষ ২০১৮ সালে খেলেছিলেন নাসির। এরপর আর খেলার সুযোগ পাননি। এই সময়ে ঘরোয়া ক্রিকেটে নাসিরের পারফরম্যান্স আপনাকে অবাক করবে। বিশেষ করে গত দুই বছরে তার পারফরম্যান্স এক কথায় ছিল অসাধারণ। চলতি ঢাকা প্রিমিয়ার লিগেও দারুণ ছন্দে রয়েছেন নাসির।


তবে বারবার নিজেকে প্রমাণ করেও জাতীয় দলে আর সুযোগ পাচ্ছেন না নাসির। জাতীয় দলের নির্বাচকরা বার বার আশ্বাস দিলেও এখনও আলোর মুখ দেখেননি নাসির। নাসিরের আশা ছিল অন্তত আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ কিংবা বাংলাদেশ টাইগার্সে ডাক পাবেন। তবে তার কোনোটিই হয়নি। আর এমন দল নির্বাচন প্রক্রিয়ায় অসন্তুষ্ট নাসির। অনেকটা পাদপ্রদীপের আলো থেকে সরে গিয়েই যুক্তরাষ্ট্রের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন নাসির।


বিবার্তা/নিলয়

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com