টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা শন উইলিয়ামসের
প্রকাশ : ১২ মে ২০২৪, ১৮:৫৩
টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা শন উইলিয়ামসের
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছিল শন উইলিয়ামসের। আবার সেই একই প্রতিপক্ষের বিপক্ষে খেলেই সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে ইতি টানলেন জিম্বাবুয়ের অভিজ্ঞ ক্রিকেটার শন উইলিয়ামস।


ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের এক প্রতিবেদনে বলা হয়েছে, আজ (রবিবার) সিরিজের পঞ্চম তথা শেষ টি-টোয়েন্টির পরপরই ফরম্যাটটি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন উইলিয়ামস। তবে বাকি দুই ফরম্যাটে খেলা চালিয়ে যাবেন ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার।


বাংলাদেশের বিপক্ষে সদ্য সমাপ্ত পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ও শেষটির একাদশে ছিলেন তিনি। তবে ব্যাট-বলে উল্লেখযোগ্য তেমন কিছুই করতে পারেননি। অবশ্য জয় দিয়ে টি-টোয়েন্টি ক্যারিয়ার শেষ করেছেন উইলিয়ামস। ম্যাচ শেষে মিরপুরে ড্রেসিংরুমে সতীর্থদের সামনে অবসরের ঘোষণা দেন তিনি।


২০০৬ সালের ২৮ নভেম্বর বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক হয় শন উইলিয়ামসের। ১৮ বছরের দীর্ঘ ক্যারিয়ারে ৮১টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন। ২৩.৪৮ গড় ও ১২৬.৩৮ স্ট্রাইক রেটে ১৬৯১ রান করেছেন, ফিফটি ছিল ১১টি।


বাঁহাতি স্পিনেও তিনি ছিলেন কার্যকর, ৭৩ ইনিংসে বল করে ৯.৯৩ ইকোনমি রেটে ৪৮টি উইকেট নিয়েছেন।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com