মাহমুদউল্লাহ’র অবসর প্রসঙ্গ : পাপনের বক্তব্য
প্রকাশ : ১৩ মে ২০২৪, ০০:৫৮
মাহমুদউল্লাহ’র অবসর প্রসঙ্গ : পাপনের বক্তব্য
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

হঠাৎ করেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। বর্তমানে সাদা বলের ক্রিকেটে খেলে যাচ্ছেন অভিজ্ঞ এই ব্যাটার। তবে আসন্ন বিশ্বকাপের পরই মাহমুদউল্লাহ টি-টোয়েন্টি থেকে অবসর নেবেন কি না এমন একটা প্রশ্ন উঠছে।


১২ মে, রবিবার জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচটির পর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনানুষ্ঠানিক সভা করে ফেললেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস, প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। সেখানে উপস্থিত ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদও।


এ বছরের ফেব্রুয়ারিতে ৩৮ পেরিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। বিশ্বকাপের আগে আবারও তাঁকে নিয়ে সেই পুরোনো গুঞ্জন, এটিই কি শেষ ২০ ওভারের বিশ্বকাপ তাঁর? টি-টোয়েন্টি ক্রিকেটকে কি বিদায় জানিয়ে দেবেন টুর্নামেন্টের পর? নাজমুল হাসান পাপন এ ব্যাপারটিকে (মাহমুদউল্লাহর অবসর গুঞ্জন) হেসে উড়িয়ে দিয়েছেন।


২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে রিয়াদ অবসর নেবেন কি না, এমন এক প্রশ্নের জবাবে বিকেলে গণমাধ্যমে পাপন বলেন, ও (মাহমুদউল্লাহ) অবসর নেবে! এসব নিয়ে কোনো কথাই হয়নি, কী বলছেন আপনারা। টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অবসর নেবে এরকম কোনো কথা আমাদের সাথে হয়নি এবং আমার মনে হয় না এরকম কিছু আছে। কারণ ও এখনো খেলছে, খেলুক।


গেল বছর ওয়ানডে থেকে বাদ পড়ার পর মাহমুদউল্লাহ রিয়াদের ক্যারিয়ার নিয়েই শঙ্কা জেগেছিল। তবে শেষ পর্যন্ত নিজেকে প্রমাণ করেই ভারত বিশ্বকাপের টিকিট পেয়েছিলেন টাইগার এই অভিজ্ঞ ক্রিকেটার। সুযোগ পেয়েই ব্যাট হাতে পারফর্ম করে দেখিয়েছেন তিনি। সব হারানোর বিশ্বকাপে বাংলাদেশের অল্প কিছু প্রাপ্তির একটি ছিল রিয়াদের ব্যাটিং।বিশ্বকাপের সেই ফর্ম টেনে এনেছেন টি-টোয়েন্টিতেও। ব্যাট হাতে ভালো ফর্মে আছেন রিয়াদ।


২০২২ এর সেপ্টেম্বরে এশিয়া কাপের পর এ বছরই ফিরেছেন বাংলাদেশের জার্সিতে টি-টোয়েন্টিতে। চলতি বছর এখনো পর্যন্ত সাত টি-টোয়েন্টি খেলে দুই ফিফটি করেছেন তিনি। আজ জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে খেলেন ৫৪ রানের ইনিংস।


এদিকে, জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচের আগে অনুশীলনের সময় চোট পান তাসকিন। তার মাংসপেশিতে চোট লেগেছে বলে জানা গেছে। সেটি কতটা গুরুতর? তার সর্বশেষ খবর দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।


মিরপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিসিবি সভাপতি বলেন, শুনেছি (তাসকিনের ইনজুরির খবর)। আজকেই আমরা খোঁজ নিয়েছি ওর ইনজুরি আছে। এখন কালকে সকালে রিপোর্টটা পাওয়ার পর আমাদের দেখতে হবে কতদিন লাগতে পারে, ওর কী হিল আপ করার কোনো সুযোগ আছে কি না। নরমালি দুই থেকে তিন সপ্তাহ হয়তো ব্রেক দেবে।


জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশ জিতেছে ৪-১ ব্যবধানে। ১৬০ ও ১৪০ রান করে তানজিদ হাসান তামিম ও তাওহীদ হৃদয় হয়েছেন সিরিজের সর্বোচ্চ দুই রানসংগ্রাহক। তবে এই সিরিজেও বাংলাদেশের ব্যাটিং বিপর্যয় দেখা গেছে। সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে ৪২ রানে হারিয়েছে ১০ উইকেট। মিরপুরে আজ শেষ টি-টোয়েন্টিতে মাহমুদউল্লাহ ফিফটি করেছেন বলেই দেড় শ পেরোতে পারে বাংলাদেশ। বাংলাদেশের ব্যাটিং নিয়ে অসন্তোষ প্রকাশ করলেও তানজিদ তামিম, মাহমুদউল্লাহসহ কয়েক জনের পারফরম্যান্স নিয়ে প্রশংসা করেছেন পাপন।


বিসিবি সভাপতি বলেন, আমাদের যে ধরনের দল, যাদের কাছে যেমন আশা-প্রত্যাশা ছিল, সবার কাছ থেকে তেমন পারফরম্যান্স পাওয়া যায়নি। ব্যাটিংটা ভালো হয়নি। এটা সরাসরি আমি বলে দিচ্ছি। তবে কয়েকটা ছেলের খেলা ভালো লেগেছে। উদাহরণ হিসেবে কিছু ম্যাচে তানজিদ তামিমের মানসিকতা ভালো লেগেছে। তাওহীদ হৃদয়ের খেলা ভালো লেগেছে। সাবলীলভাবে খেলে যাচ্ছে। অনিককে দেখেছি। আগে ওর খেলা সেভাবে দেখা হয়নি। তার খেলাও ভালো লেগেছে। সবচেয়ে ভালো তো অবশ্যই মাহমুদউল্লাহ রিয়াদের খেলা ভালো লেগেছে।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com