অবশেষে খরা কাটিয়ে শিরোপা জিতলেন গলফার জামাল হোসেন
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৩, ১৮:৪৮
অবশেষে খরা কাটিয়ে শিরোপা জিতলেন গলফার জামাল হোসেন
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

দীর্ঘ চার বছর পর শিরোপা খরা ঘোচালেন বাংলাদেশের গলফার জামাল হোসেন। ভারতের আহমেদাবাদে অনুষ্ঠিত গলফ ওপেনের ফাইনাল রাউন্ডে দুটি আন্ডার ৭০ স্কোরে (৩৩-৩৬-৬৯-৭০) এক কোটি রুপির ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন এই বাংলাদেশী।


এই জয়ের মধ্য দিয়ে ২০১৯ সালের পর প্রথম ও ক্যারিয়ারের চতুর্থ পিজিটিআই টাইটেল জিতলেন জামাল। এই জয়ে টাটা স্টিল পিজিটিআই র‍্যাঙ্কিংয়ে ১৬ ধাপ এগিয়ে ২১তম স্থান থেকে পাঁচে উঠে এসেছেন ৩৮ বছর বয়সী এই গলফার।


জামাল জানান, আমি আমার ওয়েজেস ও চিপ-শট খেলেছি দারুণভাবে। খারাপ শুরুর পরও আমি আত্মবিশ্বাস ফিরে পেলাম। তারপর কেবল খেলাতেই মনোনিবেশ করেছিলাম। এই জয়ের জন্য আমি দীর্ঘদিন অপেক্ষা করেছিলাম।


সমর্থকদের প্রতি কৃতজ্ঞ জানিয়ে জামাল বলেন, আমার হোম কোর্স কুর্মিটোলা গলফ ক্লাব ও বাংলাদেশ গলফ ফেডারেশনকে তাদের অকুণ্ঠ সমর্থনের জন্য ধন্যবাদ জানাই। আমার স্পনসরের প্রতিও কৃতজ্ঞতা জানাই ১৪ বছর ধরে তারা আমাকে সমর্থন দিয়েছে। আমার পরিবার ও বন্ধুরাও আমাকে অনেক উৎসাহ দিয়ে গেছে।


বিবার্তা/নিলয়

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com