শিরোনাম
হ্যান্ডবলে ২ বিভাগেই বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত
প্রকাশ : ১৪ অক্টোবর ২০১৬, ১০:২১
হ্যান্ডবলে  ২ বিভাগেই বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইন্টারন্যাশনাল হ্যান্ডবল ফেডারেশন (আইএইচএফ) ট্রফি ২০১৬ টুর্নামেন্টে পুরুষ ও মহিলা উভয় বিভাগেই রানার্সআপ হয়েছে বাংলাদেশ দল। উভয় বিভাগেই ফাইনালে স্বাগতিক বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওযার গৌরব অর্জন করেছে ভারত।


শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত পুরুষ ফাইনালে ভারত ৪৬-২৫ গোলে বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।একই মাঠে অনুষ্ঠিত মহিলা বিভাগের ফাইনালে ভারত ৪৮-২৯ গোলে বাংলাদেশ মহিলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।


এছাড়া পুরুষ-মহিলা উভয় বিভাগেই তৃতীয় হয়েছে পাকিস্তান। পুরুষ বিভাগে পাকিস্তান ৪২-১৪ গোলে নেপালকে এবং মহিলা বিভাগে শ্রীলংকাকে ৩৪-১৬ গোলে হারিয়ে তৃতীয় স্থান লাভ করে।


উল্লেখ্য ভারত, পাকিস্তান, নেপাল, আফগানিস্তান, শ্রীলংকা, মালদ্বীপ ও স্বাগতিক বাংলাদেশসহ মোট সাতটি দেশ বয়স ভিত্তিক এ টুর্নামেন্টে অংশগ্রহণ করে।


ফাইনাল শেষে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত খেলোয়ড়দের হাতে ট্রফি ও পদক তুলে দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন সিকদার, যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোস্তফা আনোয়ার।


এ সময় আরও উপস্থিত ছিলেন- যুব ও ক্রীড়া মন্ত্রনালয় সচিব আক্তার হোসেন, জাতীয় ক্রীড়া পরিষদ সচিব অশোক কুমার, অলিম্পিক অ্যাসোসিয়েশনের যুগ্ম-মহাসচিব আশিকুর রহমান মিকু, এশিয়ান হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক শফিক রহমান ও সাউথ এশিয়ান হ্যান্ডবল ফেডারেশনের সেক্রেটারি আন্দ্রেশ্বর পান্ডে, হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি একেএম নুরুল ফজল বুলবুল ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর।


বিবার্তা/প্লাবন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com