শিরোনাম
ইতিহাসের সাক্ষী আজহার আলী
প্রকাশ : ১৪ অক্টোবর ২০১৬, ০৯:৪২
ইতিহাসের সাক্ষী আজহার আলী
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

গত বছরের নভেম্বরে অ্যাডিলেড ওভালে ফ্লাড লাইটের আলোয় প্রথম গোলাপি বলে টেস্ট খেলেছিল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। এবার দিবারাত্রির টেস্টে প্রথম সেঞ্চুরির ইতিহাস গড়েছেন পাকিস্তানের আজহার আলী।


নিজেদের ক্রিকেট ইতিহাসে চারশতম টেস্ট খেলতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরুটা দারুণ করেছে পাকিস্তানি দুই ওপেনার আজহার আলী ও সামি আসলাম। প্রথম দিনে আজহারের দুর্দান্ত সেঞ্চুরিতে ঐতিহাসিক টেস্ট ম্যাচটির প্রথম দিনটা পাকিস্তানের। দিন শেষে তাদের সংগ্রহ এক উইকেটে ২৭৯ রান। বড় সংগ্রহের পথেই রয়েছে এশিয়ান দলটি।


দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে টসে জিতে আগে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ২১৫ রান করেন পাকিস্তানের দুই ওপেনার সামি আসলাম ও আজহার আলী। সামি ব্যক্তিগত ৯০ রান করে ফিলে গেলেও ১৪৬ রানে অপরাজিত থাকেন আজহার। টেস্টে এটি তার ১১তম শতক। আজহারের সাথে উইকেটে রয়েছেন আসাদ শফিক ৩৩। অবিচ্ছিন্ন দ্বিতীয় উইকেটে এরই মধ্যে ৬৪ রানের জুটি গড়েছেন পাকিস্তানের দুই নির্ভরযোগ্য ব্যাটসম্যান।


পাকিস্তানের ব্যাটসম্যানদের মধ্যে প্রথম ৫০ টেস্টে আজহারের চেয়ে বেশি সেঞ্চুরি আছে কেবল হানিফ মোহাম্মদ ও ইউনিস খানের, দুজনেরই ১২টি করে। আজহারের সমান ১১টি সেঞ্চুরি আছে মোহাম্মদ ইউসুফের।


সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান: ৯০ ওভারে ২৭৯/১ (আসলাম ৯০, আজহার ১৪৬*, শফিক ৩৩*; চেইজ ১/৬৩, হোল্ডার ০/৩০, বিশু ০/৪৫)


বিবার্তা/প্লাবন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com