শিরোনাম
সাকিব-মুস্তাফিজদের সম্ভাব্য একাদশ
প্রকাশ : ২৫ মে ২০১৬, ১৩:৪৭
সাকিব-মুস্তাফিজদের সম্ভাব্য একাদশ
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

চলতি আইপিএলে প্রথম রাউন্ড শেষে পয়েন্ট টেবিলের তৃতীয় এবং চতুর্থ অবস্থানে থাকা সানরাইজার্স হায়াদারাদ এবং কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হচ্ছে এলিমিনেটর রাউন্ডে।
বুধবার দিল্লির ফিরোজশাহ কোটলা স্টেডিয়ামে রাতে মুখোমুখি হচ্ছেন সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান। আজ যে দল হারবে তাদেরই বিদায় নিতে হবে আসর থেকে। জয়-পরাজয় তো থাকবেই। সে হিসেবে ফাইনালে ওঠার আগেই বিদায় নিতে হবে সাকিব আল হাসানের কেকেআর কিংবা মুস্তাফিজুর রহমানের সানরাইজার্স হায়দারাবাদকে।
এই দুই দলের যে জিতবে, তার আবার ফাইনাল নিশ্চিত হবে না সরাসরি। ফাইনালে ওঠার জন্য তাদের মুখোমুখি হতে হবে গুজরাটের বিপক্ষে। সুতরাং, ইলিমিনেটর রাউন্ড থেকে কে বিদায় নেবে? সাকিব না মুস্তাফিজ?
এর আগে মঙ্গলবার গুজরাট লায়ন্সকে ৪ উইকেটে হারিয়ে নবম আসরের প্রথম ফাইনালিস্ট হিসেবে উঠে যায় রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু।
কলকাতা নাইট রাইডার্স (সম্ভাব্য) একাদশ: রবিন উথাপ্পা (উইকেটরক্ষক), গৌতম গম্ভীর (অধিনায়ক), মনিশ পান্ডে, সূর্য কুমার যাদব, ইউসুফ পাঠান, সাকিব আল হাসান, পীযুষ চাওলা, সুনিল নারাইন এবং উমেশ যাদব, মরনে মরকেল, জেসন হোল্ডার।
সানরাইজার্স হায়দ্রাবাদ (সম্ভাব্য) একাদশ: ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), শিখর ধাওয়ান, ময়েসেস হেনরিকস, নামান ওঝা, দীপক হুদা, কেন উইলিয়ামসন, আশীষ রেড্ডি, করণ শর্মা, ভুবনেশ্বর কুমার, বারিন্দার স্রান এবং মুস্তাফিজুর রহমান।
বিবার্তা/প্লাবন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com