শিরোনাম
মাশরাফিদের সমতা ফেরানোর মিশন আজ
প্রকাশ : ০৯ অক্টোবর ২০১৬, ০৭:৫৪
মাশরাফিদের সমতা ফেরানোর মিশন আজ
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

মাশরাফিদের সমতা ফেরানোর মিশন আজ। জয়ের টার্গেট নিয়েই আজ তারা মাঠে নামছে। কারণ প্রথম ম্যাচটা জিততে জিততেই হেরে গেল বাংলাদেশ। এমন হারের ধকল সামলানোটা কঠিন। তারপরও সে হারের ক্ষতটা পেছনে ফেলে দিয়েছে বাংলাদেশ। লক্ষ্য এখন কেবলই সামনের দিকে। বাংলাদেশ দলের ভাবনায় এখন কেবলই আজকের ম্যাচ। আর সে ভাবনার লক্ষ্য একটাই। আর সেটা হলো জয়।


সিরিজের প্রথম ম্যাচে নিজেদের জন্য জয়ের মঞ্চ তৈরি করেও উৎসবটা করতে পারেনি বাংলাদেশ। উল্টো প্রতিপক্ষ ইংল্যান্ডকে সেই মঞ্চে জয়োল্লাসের সুযোগ করে দেয় বাংলাদেশ। এখন সিরিজে টিকে থাকতে হলে দ্বিতীয় ম্যাচে জয় ছাড়া কোন বিকল্প পথ খোলা নেই বাংলাদেশের সামনে।


এজন্য ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে সমতা আনার লক্ষ্য নিয়েই আজ মাঠে নামছে মাশরাফি বাহিনী। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেটি শুরু দুপুর আড়াইটায়। পিছিয়ে পড়েও সিরিজ জয়ের অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশের। আর সেটা দক্ষিণ আফ্রিকার মত দলের বিপক্ষে। তারপরও আজ ঘুরে দাঁড়ানোর মিশন টাইগারদের।


ঘরের মাঠে বরাবরই দুর্দান্ত টাইগাররা প্রথম ম্যাচেও ছিল দুর্দান্ত। বোলাররা ইংলিশদের রানে তেমন বড় বাধা হতে না পারলেও ব্যাটসম্যানরা ঠিকই জয়ের পথে হাঁটছিল। কিন্তু শেষে গিয়ে ঘটল ছন্দ পতনটা। যেখান থেকে আর বের হয়ে আসতে পারেনি মাশরাফিরা। প্রথম ম্যাচে এমন হারে হতাশাই ঝড়েছে মাশরাফির কণ্ঠে। তার মতে ম্যাচটা জেতা উচিত ছিলো বাংলাদেশের। এভাবে হারাটা হতাশার। হতাশ থাকলেও, ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত কিন্তু ঠিকই দিয়েছেন টাইগার দলপতি।


এখন আর হারের জন্য দোষ দিয়ে লাভ নেই। এখান থেকে ঘুরে দাঁড়াতে হবে। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ হেরে সিরিজে সমতা আনার রেকর্ড কিন্তু বাংলাদেশের আছে। ২০১০ সালের সফরে তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচ হেরেছিলো বাংলাদেশ। এরপর ব্রিস্টলে দ্বিতীয় ম্যাচেই ৫ রানের জয় দিয়ে সিরিজের সমতা আনে টাইগাররা। তাই ঐ স্মৃতি থেকে সাহস বাড়িয়ে নেয়ার সুযোগ আছে মাশরাফি-ইমরুল-সাব্বিরদের।



আর সেই মন্ত্র মাশরাফির দলের জানাই আছে। টানা ছয় সিরিজ জয়ের পথে দক্ষিণ আফ্রিকার মত বড় দলের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ হেরে ব্যাকফুটে চলে গিয়েছিলো বাংলাদেশ। সেখান থেকে পরবর্তীতে দুর্দান্তভাবে ফিরে এসেছিলো টাইগাররা। ফিরে এসে সিরিজও জিতেছিলো মাশরাফির দল। অবশ্য এখন সিরিজ জয় নিয়ে ভাবনা কম বাংলাদেশের। সিরিজে ফিরতেই মরিয়া টাইগাররা।


অপরদিকে সিরিজের শুরুটা জয় দিয়ে করতে চেয়েছিলো ইংল্যান্ড। আর সেটা তারা করতে পেরেছে। এমন জয়ে বেশ খুশিই ইংল্যান্ড। কারণ এক পর্যায়ে ম্যাচ হারের গরম হাওয়া লাগছিল ইংলিশদের গায়ে। কিন্তু সে হাওয়া তেমন গা পোড়াতে পারেনি তাদের। তাই এই জয়ে আত্মবিশ্বাস অনেক খানি বেড়ে গেছে ইংল্যান্ডের তা কিন্তু প্রথম ম্যাচ শেষে স্বীকার করেন সফরকারী দলের অধিনায়ক জশ বাটলার।


তিনি বলেন, আমরা যেভাবে খেলেছি তা দেখে দলের সবাই আরও বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠবে। এই কন্ডিশনে দারুণ খেলেছি আমরা। এটাই সবচেয়ে বেশি আনন্দের। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ যে প্রতিপক্ষকে ছেড়ে দেবে না সেটাও মানছেন ইংলিশ দলপতি। তাইতো লড়াইয়ের জন্য প্রস্তুত তারাও। তবে জয়টা যেহেতু বাংলাদেশেরই বেশি দরকার। তাই লড়াইটা প্রাণপণে করতে হবে স্বাগতিকদের।


বিবার্তা/জিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com