শিরোনাম
লেনদেন ছাড়িয়েছে ৮০০ কোটি টাকা
প্রকাশ : ২৯ নভেম্বর ২০১৬, ১৬:১৩
লেনদেন ছাড়িয়েছে ৮০০ কোটি টাকা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের সামান্য পতনে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন ডিএসইতে লেনদেন বেড়েছে। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন ছাড়িয়েছে প্রায় ৮০০ কোটি টাকা।


বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ ডিএসইতে ৮০৮ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ৫৯ কোটি ৯৮ লাখ টাকা বেশি। আগের দিন এ বাজারে ৭৪৮ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।


এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৪৯টির, কমেছে ১২৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টির শেয়ার দর।


এদিকে ডিএসইর প্রধান মূল্য সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৭৯৩ পয়েন্টে। শরীয়াহ সূচক দশমিক ৫৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১৩৫ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৭৬৮ পয়েন্টে।


অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। আজ সিএসইতে ৪৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।


সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৭৮৩ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১২৯টির, কমেছে ৯৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির।


বিবার্তা/জাকিয়া/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com