শিরোনাম
এক বছরে ডিএসইএক্স বেড়েছে ৪০৭ পয়েন্ট
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০১৬, ১৪:০৮
এক বছরে ডিএসইএক্স বেড়েছে ৪০৭ পয়েন্ট
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে শুরু হয়েছিলো লেনদেন। তবে বছর শেষ হয়েছে সূচকের উত্থান দিয়ে। এক বছরে ডিএসইতে সার্বিকভাবে ডিএসইএক্স সূচক বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।


জানা যায়, ডিএসইতে ডিএসইএক্স সূচক ৫ পয়েন্ট পতনের মধ্য দিয়ে বছর শুরু করে। এরপর উত্থান-পতন-উত্থানের মধ্য দিয়ে শেষ করে বছর। সার্বিকভাবে ডিএসইতে এক বছরে ডিএসইএক্স সূচক ৪০৭ পয়েন্ট বেড়েছে। শেষ কার্যদিবসে ডিএসইএক্স সূচক ৮ পয়েন্ট বেড়েছে অবস্থান করছে ৫০৩৬ পয়েন্টে। আগের বছরের শেষ কার্যদিবসের অর্থাৎ ২০১৫ সালের ৩১ ডিসেম্বর ডিএসইএক্স সূচক ২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছিলো ৪৬২৯ পয়েন্টে।


এই এক বছরে ডিএসইর অন্য সূচকের মধ্যে ডিএসইএস সূচক ৮৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১৯১ পয়েন্টে। ডিএসইএস সূচক আগের বছর শেষ কার্যদিবসে অবস্থান করছিলো ১১০৭ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক এক বছরে বেড়েছে ৬০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮১০ পয়েন্টে।


বিবার্তা/পলাশ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com