পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) শনিবার অনুষ্ঠিত হবে। কোম্পানিগুলো হচ্ছে-ফ্যামিলি টেক্স বিডি, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস ও এমারেল্ড অয়েল।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ফ্যামিলি টেক্স
এই কোম্পানির এজিএম ও ইজিএম সকাল ১০টা ও সাড়ে ১০টায় চিটাগং বোট ক্লাব, ঘাট নং-ইস্ট পতেঙ্গা, চিটাগংয়ে অনুষ্ঠিত হবে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।
খুলনা প্রিন্টিং
খুলনা প্রিন্টিংয়ের এজিএম সকাল ১০টায় খুলনা মংলা রোড, কাটাখালী, লোকপুর, ফকিরহাট, বাগেরাহাটে অনুষ্ঠিত হবে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি কোনো লভ্যাংশ ঘোষণা করেনি।
প্রাইম টেক্সটাইল
প্রাইম টেক্সটাইলের এজিএম আজ সকাল ১১টায় কোম্পানির ফ্যাক্টরি প্রাঙ্গন নন্দলালপুর রোড, পাগলা নারায়নগঞ্জে অনুষ্ঠিত হবে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
এমারেল্ড অয়েল
এই কোম্পানির এজিএম সকাল ১০টায় রাজধানীর ইনস্টিটিউশন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, মুক্তিযোদ্ধা স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।
বিবার্তা/জাকিয়া/যুথি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]