শিরোনাম
ডিএসইতে লেনদেন কমেছে ২৭২ কোটি টাকা
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০১৬, ১৫:৩৫
ডিএসইতে লেনদেন কমেছে ২৭২ কোটি টাকা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দেশের উভয় শেয়ারবাজারে বুধবার সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ আগের দিনের তুলনায় লেনদেন কমেছে। এদিন আগের দিনের তুলনায় ২৭২ কোটি ৬ লাখ টাকা কম লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


জানা যায়, ৯৩৮ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ২৭২ কোটি ৬ লাখ টাকা কম। আগের দিন এ বাজারে এক হাজার ২১০ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।


আজ ডিএসইতে ডিএসইএক্স সূচক ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ২৭ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৮৯ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক দশমিক ৯৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৮০৮ পয়েন্টে।


এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৬৫টির, কমেছে ১২৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির শেয়ার দর।


অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসইতে ৬১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।


সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ২০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৪৭০ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৬৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৩০টির, কমেছে ১১১টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির।


বিবার্তা/জাকিয়া/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com