শিরোনাম
ডিএসইতে ২৫ মাসে সর্বোচ্চ অবস্থানে সূচক
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০১৬, ১৬:১০
ডিএসইতে ২৫ মাসে সর্বোচ্চ অবস্থানে সূচক
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দেশের উভয় শেয়ারবাজারে সূচকের উত্থানে মঙ্গলবার লেনদেন শেষ হয়েছে। সূচকের সাথে বেড়েছে লেনদেনের পরিমাণও। এর মধ্যে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচক পঁচিশ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে অবস্থান করছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


জানা যায়, ডিএসইতে ডিএসইএক্স সূচক মঙ্গলবার ২৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১৬ পয়েন্টে অবস্থান করছে, যা গত দুইবছর ১ মাস ১৪দিনেরমধ্যে সর্বোচ্চ। এর আগে ডিএসইতে ২০১৪ সালের ১২ নভেম্বর ডিএসইএক্স সূচক ৭১ পয়েন্ট বেড়ে অবস্থান করছিলো পাঁচহাজার ৫ পয়েন্টে।


ডিএসইতে ডিএসইএক্স ছাড়াও অপর দুই সূচকও বেড়েছে। ডিএসইএস ও ডিএস৩০ সূচক ১ ও ৯ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১১৮২ ও ১৮০৭ পয়েন্টে অবস্থান করছে।


সূচকের সাথে মঙ্গলবার ডিএসইতে টাকার পরিমাণে লেনদেনও বেড়েছে। আজ ডিএসইতে লেনদেন হয়েছে এক হাজার ২১০ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার; যা আগের দিনের তুলনায় ১২৮ কোটি ৫৩ লাখ টাকা বেশি। আগের দিন এ বাজারে এক হাজার ৮১ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।


ডিএসইতে আজ ৩২৭টি কোম্পানির মধ্যে ১৭৪টির দর বেড়েছে, কমেছে ১৩৩টির আর অপরিবর্তিত রয়েছে ২০টি কোম্পানির শেয়ার দর।


অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সব সূচক বেড়েছে। এর মধ্যে সিএসই৫০ সূচক ৯ বেড়ে ১১২৫ পয়েন্টে, সিএসই৩০ ২৭ বেড়ে ১৩৫৬১ পয়েন্টে, সিএসসিএক্স ৩৬ বেড়ে ৯৩৬০ পয়েন্টে, সিএএসপিআই ৭০ বেড়ে ১৫৪৫০ পয়েন্টে এবং সিএসআই ০ পয়েন্টে বেড়ে ১০৬৭ পয়েন্টে অবস্থান করছে।


সূচক সাথে সিএসইতে টাকার পরিমাণে লেনদেনও আগের দিনের চেয়ে বেড়েছে। মঙ্গলবার সিএসইতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৭৮ কোটি ৭৫ লাখ টাকার। আজ সিএসইতে ২৬৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪০টির, কমেছে ১০৮টির আর অপরিবর্তিত রয়েছে ১৬টি কোম্পানির শেয়ার দর।


বিবার্তা/জাকিয়া/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com