শিরোনাম
সূচকের মিশ্রাবস্থা, লেনদেনে উন্নতি
প্রকাশ : ২১ নভেম্বর ২০১৬, ১৫:৫৩
সূচকের মিশ্রাবস্থা, লেনদেনে উন্নতি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দেশের দুই স্টক এক্সচেঞ্জে সোমবার মূল্য সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আগের দিনের তুলনায় লেনদেনে উন্নতি হয়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র লক্ষ করা গেছে।


বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসইতে ৬১০ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ৩৭ কোটি ১৬ লাখ টাকা বেশি লেনদেন। গতকাল ডিএসইতে ৫৭৩ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।


আজ ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩১১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৩৬টির, কমেছে ১৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির শেয়ার দর।


এদিকে ডিএসইর প্রধান মূল্য সূচক দশমিক ৫৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৭২১ পয়েন্টে। শরীয়াহ সূচক দশমিক ৮৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১২৭ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৭৬৫ পয়েন্টে।


অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। আজ সিএসইতে ৪২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।


সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫৪৪ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০৬টির, কমেছে ১০০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির।


বিবার্তা/জাকিয়া/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com