শিরোনাম
সূচক কমলেও বেড়েছে লেনদেন
প্রকাশ : ২৭ অক্টোবর ২০১৬, ১৬:১৮
সূচক কমলেও বেড়েছে লেনদেন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে সব ধরনের মূল্য সূচক কমেছে। তবে আজ লেনদেনে রয়েছে উল্টো চিত্র। কারণ এদিন পুঁজিবাজারে লেনদেন বেড়েছে।


বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৬০৫ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ১৪ কোটি ৪৮ লাখ টাকা বেশি লেনদেন। গতকাল ডিএসইতে ৫৯১ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।


আজ ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮৮টির, কমেছে ১৯৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির শেয়ার দর।


এদিকে ডিএসইর প্রধান মূল্য সূচক ২১ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৬৩৬ পয়েন্টে। শরীয়াহ সূচক ৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১০৯ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৭৫১ পয়েন্টে।


বিবার্তা/জাকিয়া/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com