
রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে সার্কভুক্ত দেশগুলো নিয়ে আগামীকাল মঙ্গলবার শুরু হচ্ছে সাউথ এশিয়ান টেলিকমিউনিকেশন রেগুলেটরস কাউন্সিল (এসএটিআরসি-১৭) সম্মেলন।
সোমবার দুপুরে রাজধানীর কাকরাইল বিটিআরসির ভবনে এসএটিআরসি-১৭ সম্মেলন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ।
সংবাদ সম্মেলনে বিটিআরসির চেয়ারম্যান বলেন, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলংকা, আফগানিস্তান, মালদ্বীপ ও ইরানসহ ৯ দেশের টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক রেগুলেটরি সংস্থার প্রধান, টেলিকম অপারেটর, উদ্যোক্তা, সরকারি ও বেসরকারি সংস্থার কর্মকর্তা টেলিকম ও তথ্যপ্রযুক্তি সংশ্লিষ্ট বিশেষজ্ঞর প্রায় ১০০জন প্রতিনিধি এই কাউন্সিলে অংশগ্রহণ করবেন।
সার্কের বর্তমান চেয়ারম্যান ও ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটি চেয়ারম্যান আরএস শর্মার সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক এবং বিশেষ অতিথি থাকবেন পররাষ্ট্রবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম। এছাড়াও এশিয়া স্প্যাসিফিক টেলিকমিউনিটির (এপিটি) মহাসচিব মিজ অ্যারিওয়ান হাওরাংসি, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ফয়জুর রহমান চৌধুরী এবং বিটিআরসির চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ।
তিন দিনব্যাপী এই সম্মেলনে ১১টি সেশন ও ইভোল্যুশন অব রেগুলেটরি ফ্রেমওয়ার্ক ইন সাউথ এশিয়া অ্যান্ড এশিয়া স্পেসিফিক দ্য রেগুলেটরি টুলস রিকুয়ার্ড শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হবে। বিভিন্ন সেশনে ব্রডব্যান্ড নেটওয়ার্ক প্রবেশ, গুণগতমান, ডিজিটাল অন্তর্ভুক্তি, তরঙ্গ নিয়ন্ত্রণ, ইন্টারনেট অব থিংকস, পঞ্চম প্রজন্মের মোবাইল সেবা ইত্যাদি ক্ষেত্রে রেগুলেটরি ফ্রেমওয়ার্ক ও কর্মকৌশল নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে।
বিবার্তা/উজ্জ্বল/প্লাবন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]