
২০১৬ সালের জুলাই মাসে প্রথম যাত্রা শুরু করে ‘ম্যাচাও’ অ্যাপ। এটি হচ্ছে ম্যাসেঞ্জার বট। যা ফেসবুকে বিশ্বে প্রথম ‘স্পোর্টস স্টার্ট প্রোগ্রাম।
তবে ডিসেম্বরের ১৬ তারিখ ফেসবুক ম্যাচাওকে আমন্ত্রণ জানায় ‘এফবি স্টার্ট’ প্রোগামে আসার জন্য। ম্যাচাও ম্যাসেঞ্জারে কোনো ক্রিকেট খেলার শুধু বেসিক ইনফরমেশন টাইপ করলেই অটোমেটিক্যালি একের পর এক ইনফরমেশন পাঠাতে থাকেবে ওই খেলা সম্পর্কে।
ফলে খুব সহজে বল টু বল হিসেবে চোখের সামনে ভাসতে থাকবে। যে কারণে অল্পসময়ে জনপ্রিয় হয়ে উঠেছে ম্যাচাও। ফেসবুকে ম্যাসেঞ্জারে গিয়ে সার্চ করুন ম্যাচাও লিখে।
বিবার্তা/প্লাবন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]